নালিতাবাড়ীতে সামিউল হক স্পোর্টস একাডেমির উদ্বোধন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৪
নালিতাবাড়ীতে সামিউল হক স্পোর্টস একাডেমির উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সামিউল হক স্পোর্টস একাডেমির উদ্বোধন করা হয়েছে৷ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে একাডেমিটির উদ্বোধন করা হয়।

জানা গেছে, নালিতাবাড়ীর ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সামিউল হক স্পোর্টস একাডেমি। একাডেমিটি উপজেলার খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদান, প্রতি বছরে টুর্নামেন্ট পরিচালনা এবং খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণের কাজ করবে।

২৫ জনকে সদস্য করে একটি পরিচলনাপর্ষদ ঘোষণা করেছেন সামিউল হক স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সামিউল হক। পরে কেক কাটা ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সামিউল হক স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সামিউল হকের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, প্রেসক্লাব সভাপতি মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাবেক ক্রিকেটার ও 'সেবক স্বেচ্ছাসেবী সংগঠন' এর সভাপতি কৃষিবিদ সাজ্জাদ হোসাইন তুলিপ, সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মনির জাহিদী রিজভী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :