রাজশাহী টেনিস কমপ্লেক্সে শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে আইএফটি টেনিস টুর্নামেন্ট-২০২৫। ছয় দিনব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি শেষ হবে ১০ অক্টোবর (শুক্রবার)। ১৯টি দেশের টেনিস খেলোয়াড়দের নিয়ে আসন্ন এই টুর্নামেন্টটি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে টুর্নামেন্ট কমিটি।
টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে ‘J-30 International (U-18) Junior Tennis Championship -2025.’ টুর্নামেন্টটিতে খেলতে ১৯টি দেশের মোট ৫৮ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে রাজশাহী টেনিস কমপ্লেক্সের কোর্টগুলো রঙ করা থেকে শুরু করে নতুন ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে।
টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশি-বিদেশি মোট ১৪৯ জন নিবন্ধন করেছিলেন। তবে পূঁজা উপলক্ষে ভারত এবং নেপালের অনেক খেলোয়াড় নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন খেলোয়াড়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৮ জনে। তাদের মধ্যে বিদেশি ৩৮ জন এবং দেশি ২০ জন।
শুক্রবার (৩ অক্টোবর) থেকে খেলোয়াড়রা রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। দেশি-বিদেশি টেনিস খেলোয়াড়দের স্বাগত জানাতে পর্যটন মোটেলসহ নগরীর আরও দুটি হোটেলে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক এ টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইএফটি টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর খেলা পরিচালনা, খেলোয়াড়দের আবাসন, নিরাপত্তা, টেনিস কোর্টের সংস্কার, প্রটোকল এবং সম্পৃক্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টুর্নামেন্টটি রাজশাহী তথা দেশের জন্য মর্যাদার বিষয়। টুর্নামেন্টটি সফল করতে যা যা করা সম্ভব আমরা সবকিছুই করবো।
বক্তব্যে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় উপ-কমিটি গঠন এবং উক্ত কমিটিগুলোর সভা আয়োজনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসন ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং টেনিস কমপ্লেক্স সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

মো. ফয়সাল আলম