দুঃস্থদের পাশে মাশরাফি পত্নী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৬ মে ২০১৯
দুঃস্থদের পাশে মাশরাফি পত্নী

মাশরাফির অনুপস্থিতিতে দুঃস্থদের পাশে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ব্যস্ত সময় পার করছেন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সহধর্মিনী সুমনা হক সুমি দুইদিনের ঝটিকা সফরে নড়াইলে এসে অসহায় দুঃস্থের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন অনুদান ও বিভিন্নস্থান পরিদর্শন করেন।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
এসময় এতে বক্তব্য রাখেন মাশরাফি বিন মর্তুজার সহধর্মিনী সুমনা হক সুমি, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।

পরে তিনি শহরের মহিষখোলা এলাকায় মাশরাফির নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিহত ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম মনিরের বাসায় যান। এসময় তিনি নিহতের পরিবারের হাতে ঈদ-উল-ফিতর উপলক্ষে নগদ অর্থ তুলে দেন।

পরে মাশরাফি বিন মর্তুজার সহধর্মিনী সুমনা হক সুমি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) ও তার স্ত্রী নাহিদা আক্তার চৌধূরী সুমির সাথে পুলিশ লাইন ও পুলিশ সুপারের বাসভবনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
গত বুধবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সহধর্মিনী সুমনা হক সুমি একটি ফ্লাইটে যশোর এসে পৌঁছান। সেখান থেকে বাসায় ফিরে চলে আসেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে জেলা মহিলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

পরে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত ওসমান মোল্লার স্ত্রী রুবিয়া বেগমের চিকিৎসা খরচ বাবদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এরপর জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর খাদিজাতুল কোবরা মহিলা এতিমখানা ও মাদরাসায় রোজাদারদের সাথে ইফতার মাহফিলে যোগদান করেন। পরে শহরের আধারের জোনাকি নামে এক সুবিধা বি ত শিশুদের বিদ্যালয়ে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় আওয়ামী লীগের নেতা সুমনা হক সুমির চাচা ফয়জুল হক রোম, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু, গোবিন্দপুর খাদিজাতুল কোবরা মহিলা এতিম খানা ও মাদরাসার সুপার হাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা পরিষদের কাউন্সিলর রওশন আরা লিলি, লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পলি রহমান, যুগ্ম-আহ্বায়ক ও সুমির মেজ বোন সঞ্জিবা হক রিপা, সদস্য ও ও সুমির বড় বোন সি তা হক রিক্তা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সহধর্মিনী সুমনা হক সুমির বাবার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী গ্রামে। সে ওই গ্রামে প্রায়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বাচ্চুর ছোট মেয়ে।

হাফিজুল নিলু, নড়াইল


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দিনাজপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্বৃত্তদের আগুনে পুড়লো তহুরাদের সনদপত্র-মেডেল

দুর্বৃত্তদের আগুনে পুড়লো তহুরাদের সনদপত্র-মেডেল

হাসপাতালে ডাক্তার না পেয়ে মাশরাফির ক্ষোভ

হাসপাতালে ডাক্তার না পেয়ে মাশরাফির ক্ষোভ

পুলিশের বার্ষিক সমাবেশে অন্যরকম আয়োজন

পুলিশের বার্ষিক সমাবেশে অন্যরকম আয়োজন