ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাশরাফির উদ্যোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০২০
ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাশরাফির উদ্যোগ

ফাইল ছবি

করোনাভাইরাসে সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় নিজের সংসদীয় এলাকা নড়াইল-২ আসনে ইতোমধ্যে গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার এ ভাইরাস ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করছেন সাবেক এ টাইগার অধিনায়ক।

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগানকে সামনে রেখে নড়াইল-২ আসনে চালু করা হচ্ছে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা। রোববার (৫ এপ্রিল) থেকে নড়াইল ও লোহাগড়া উপজেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু হবে। মাশরাফি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন রোববার (৫ এপ্রিল) থেকে খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি করোনায় আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পান এ জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

মাশরাফি বলেন, আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং ভ্রাম্যমাণ টিমের দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। এ মুহূর্তে নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডা. স্বপ্না রানী সরকার চিকিৎসা দেবেন।

সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সকলে ঘরে থাকবেন. ধৈর্য্য ধারণ করবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ।

এর আগে নিজ উদ্যোগে ১২শ’ পরিবারের মাঝে খাদ্যসাসগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া প্রায় ৫০০ পিপিই-এর ব্যবস্থা করেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

১২শ’ পরিবারকে মাশরাফির খাদ্য সহায়তা

১২শ’ পরিবারকে মাশরাফির খাদ্য সহায়তা

অনূর্ধ্ব-১৪ প্রমিলা ফুটবল দলে ডাক পেলেন সাতক্ষীরার চুমকি

অনূর্ধ্ব-১৪ প্রমিলা ফুটবল দলে ডাক পেলেন সাতক্ষীরার চুমকি

সুনামগঞ্জে বঙ্গবন্ধু ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব

সুনামগঞ্জে বঙ্গবন্ধু ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব

সাতক্ষীরায় সাতজন অনূর্ধ্ব-১৫ ফুটবলার নির্বাচিত

সাতক্ষীরায় সাতজন অনূর্ধ্ব-১৫ ফুটবলার নির্বাচিত