টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও স্পন্সর রকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও স্পন্সর রকেট

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’।

আয়োজকদের আশা, ট্রাইনেশনের স্মৃতি ভুলে টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অতীতের মতো ভবিষ্যতেও দেশের ক্রিকেট ও বিসিবির সঙ্গেই থাকতে চান তারা।

আজ মিরপুরে সিরিজের স্পন্সর হিসেবে রকেটের নাম ঘোষনা করেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইদুল হাসান বলেন, ‘বাংলাদেশ দলের হোম সিরিজের সঙ্গে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি। বাংলাদেশ দলের অগ্রযাত্রায় ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকার আশা করছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান শেখ সোহেল।

টেস্ট সিরিজের টিকেটের মূল্য সর্বোচ্চ এক হাজার এবং সর্বনিম্ন ৫০ টাকা নির্ধারণ করেছে বিসিবি। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ দু’হাজার টাকা এবং সর্বনিম্ন ১৫০ টাকা। বিসিবির নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী টিকেটের মূল্যের কথা নিশ্চিত করেন। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

আফগানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

টেস্ট খেলতে চট্টগ্রামে শ্রীলঙ্কা-বাংলাদেশ

টেস্ট খেলতে চট্টগ্রামে শ্রীলঙ্কা-বাংলাদেশ

বিশ্বকাপের সেমিতে মুখোমুখি ভারত-পাকিস্তান

বিশ্বকাপের সেমিতে মুখোমুখি ভারত-পাকিস্তান