বিপিএলের সমাপনীতে থাকছে চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
বিপিএলের সমাপনীতে থাকছে চমক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী নিয়ে ছিল না কোনো আয়োজন। ম্যাচ শুরুরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টকে ব্রান্ডিং করার জন্য আলাদা কোনো কার্যক্রমও ছিল না। খেলার মাঠের সব কিছুই ছিল পানসে। এবার বিপিএলে গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল জানালেন, সমাপনী অনুষ্ঠান থাকছে, সেখানে চমকও অপেক্ষা করছে।

১১ বছর পার হওয়ার পরও বিপিএলের মান নিয়ে প্রশ্ন রয়েছে। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিপিএলের মান যাচ্ছে তাই বলেছেন। তার সঙ্গে একমত হয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার ও কোচ। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখে তৃপ্তির ঢেকুর তুলছে বিসিবি।

এরই মধ্যে মাঠে আম্পায়ারদের সঙ্গে কাজে ব্যবহারের হন্য শাস্তি পয়েছেন সাকিব, এনামুল হক বিজয় ও নুরুল হাান সোহান। ফিক্সিংয়ের বাতাস লেগেছে। ঢাকার একটি হোটেলে কাল বিপিএল গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও।

বিপিএল নিয়ে শেখ সোহেল বলেন, “মাঠে যা হচ্ছে সেটা সবাই দেখছে। এরজন্য ম্যাচরেফারি আছে। আমরাও দেখছি। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কমিটি মিলে একটি সভা হয়েছে। যেন সব কিছু ঠিকঠাক এগোতে পারে। সব টুর্নামেন্টেই কিছু ভুল-ত্রুটি থাকে। এগুলো ঠিক করে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেজন্যই সবার সঙ্গে আলোচনা করছি।’

মাঠে দর্শক দেখে খুশি বিসিবি। ফাইনালে চমক দেয়ার আশ্বাস দিয়ে শেখ সোহেল বলেন, ‌“মাঠে অনেক দর্শক হচ্ছে। মিরপুরে শেষদিনেও যে পরিমাণে দর্শক দেখেছি সেটা অন্যবার ফাইনাল ছাড়া অন্য ম্যাচে দেখতে পাই না। ফাইনালে সমাপনী অনুষ্ঠান হবে। সেটা ভালো করার চেষ্টা থাকবে। অবশ্যই সেখানে চমক থাকবে।"

এদিকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিপিএল গভর্নিং বডির সদস্য নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “পুরো বিপিএল নিয়েই আজ (বুধবার) আলোচনা হয়েছে। কোথায় কোন সমস্যার মোকাবেলা করতে হচ্ছে সেগুলো আলোচনা করা হয়েছে। তবে এই আলোচনায় কোনো নির্ধারিত বিষয় নেই।’

তিনি বলেন, ‘আমরা মিরপুরে প্রথম পর্বের আয়োজন নিয়ে পুরোপুরি সন্তুষ্টু। পরবর্তি পর্বগুলোও ভালোভাবে শেষ করার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে।’
শুক্রবার থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে।
স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবও জানালেন, মাঠের খেলা ভালো হচ্ছে

সাকিবও জানালেন, মাঠের খেলা ভালো হচ্ছে

মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব!

মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব!

‍‌‘সমালোচনার মধ্যেও খেলার মাঠ ঠিক আছে'

‍‌‘সমালোচনার মধ্যেও খেলার মাঠ ঠিক আছে'

সাকিব-বিজয়-সোহানকে শাস্তি দিলো বিসিবি

সাকিব-বিজয়-সোহানকে শাস্তি দিলো বিসিবি