হাইভোল্টেজ ম্যাচে চিটাগংয়ের টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯
হাইভোল্টেজ ম্যাচে চিটাগংয়ের টস জয়

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৫তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতেছে চিটাগং ভাইকিংস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চিটাগংয়ে অধিনায়ক মুশফিক।

 ৯ ম্যাচ শেষে ৬ জয় নিয়ে দুই দলেরই পয়েন্ট সমান সমান, ১২। তবে রানরেটে এগিয়ে থাকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে দুই নাম্বারে। তিনে আছে চিটাগং ভাইকিংস।

এই ম্যাচে যে দল জিতবে, সেই দলই পয়েন্ট তালিকায় এক নাম্বারে উঠে আসবে। তাই এই ম্যাচটি হাইভোল্টেজ হিসেবে ধরা হচ্ছে।

এদিকে, চট্টগ্রামে বৃষ্টির বাধায় পড়ে বিপিএল।আসরের এবারই প্রথম বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। বেলা ১ টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ১.২৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

আর খেলা ১.৩০ মিনিটে হওয়ার কথা থাকলে তা ১০ মিনিট পরে অর্থ্যাৎ ১.৪০ মিনিটে শুরু হয়। বল ১ ওভার মাঠে গড়ানোর পর ফের শুরু হয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২০ ‍মিনিট পর এখন মাঠ পরিষ্কার করা হচ্ছে। ২.২০ মিনিটে আবার খেলা শুরু হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

চট্টগ্রামে বৃষ্টির বাধায় বিপিএল

চট্টগ্রামে বৃষ্টির বাধায় বিপিএল

খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার