বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯
বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

ছবি : বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এভিন লুইসের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সোমবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাসে টুর্নামেন্টের ৩৩তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ২৩৭ রান করে কুমিল্লা। ব্যাট হাতে ৫টি চার ও ১০টি ছক্কায় মাত্র ৪৯ বলে অপরাজিত ১০৯ রান করেন লুইস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে মাহমুদউল্লাহর খুলনা। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই ঝড় তুলেন লুইস।

লুইস ছাড়াও কুমিল্লার পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস ২১ বলে ৩৯, শামসুর রহমান ১৫ বলে ২৮ ও ওপেনার তামিম ইকবাল ২৯ বলে ২৫ রান করেন।

খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্রার্থওয়েট ২টি করে উইকেট নেন।

এর আগে বিপিএলের চলমান আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে মাশরাফির রংপুর রাইডার্স। চিটাগং ভাইকিংসের পিক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করে এ রেকর্ড সৃষ্টি করে রংপুর।

এ ম্যাচে আরও একটি রেকর্ড সৃষ্টি হয়েছে। যা বিপিএলের ইতিহাসে আর দেখা যায়নি। তা হলো একই ইনিংসে একই দলের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি। ওই ম্যাচে রংপুরের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো দুজনেই তুলে নেন সেঞ্চুরি। এক ইনিংসে দুটি সেঞ্চুরির বিরল ঘটনা বিপিএলে এটিই প্রথম।

তবে আজ (সোমবার) খুললার বিপক্ষে এভিন লুইসে ১০৯ রান বিপিএলের চলমান আসরের ব্যক্তিগত সর্বোচ্চ রান। মাত্র ৪৯ বলে অপরাজিত ১০৯ রান করেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট-টি-টোয়েন্টি-ওয়ানডে সবই হারালেন সাকিব

টেস্ট-টি-টোয়েন্টি-ওয়ানডে সবই হারালেন সাকিব

বাঘিনীদের জন্য বিসিবি‌র বিশেষ পরিকল্পনা

বাঘিনীদের জন্য বিসিবি‌র বিশেষ পরিকল্পনা

লাজুক মোস্তাফিজের সাথে রঙ্গ-রসময় মিরাজের নৃত্য (ভিডিও)

লাজুক মোস্তাফিজের সাথে রঙ্গ-রসময় মিরাজের নৃত্য (ভিডিও)

এমন কাজও করতে পারেন মাশরাফি! (ভিডিও)

এমন কাজও করতে পারেন মাশরাফি! (ভিডিও)