খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯
খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এভিন লুইসের অনবদ্য সেঞ্চুরিতে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান। এরপর বল হাতে নির্ধারিত ওভারের আগেই মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে বধ করে ৮০ রানের জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সোমবার ৩৩তম ম্যাচে এ জয়ে ৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো কুমিল্লা। ১১ খেলায় ২ জয় ও ৯ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো খুলনা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে খুলনা। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই দলের রানের চাকা সচল রেখেছিলেন লুইস। উদ্বেধণী জুটিতে লুইসকে সঙ্গ দেন আরেক ওপেনার তামিম ইকবাল। ৪৪ বলে ৫৮ রানের জুটি গড়েন লুইস ও তামিম। তামিমের বিদায়ের প্রথম উইকেট হারায় কুমিল্লা। ৩টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৫ রান করেন তামিম।

তামিমকে শিকারের পরের বলেই কুমিল্লার হয়ে তিন নম্বরে নামা এনামুল হককেও শূন্য রানে বিদায় দেন খুলনার অধিনায়ক মাহমুুদউল্লাহ রিয়াদ। ৫৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও লুইস ও অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহের পথে হাটতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৩১তম বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লুইস। অর্ধশতকের পর আরও বেশি ভয়ংকর হয়ে ওঠেন তিনি। চার-ছক্কায় মুখরিত করে তুলেন জহুর আহমেদের স্টেডিয়ামটি। নিজের মুখোমুখি হওয়া ৪৭তম বলেই সেঞ্চুরি পূর্ণ করেন লুইস। শেষ পর্যন্ত ৫টি চার ও ১০টি ছক্কায় ৪৯ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন।

লুইস ছাড়াও কুমিল্লার পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস ২১ বলে ৩৯ ও শামসুর রহমান ১৫ বলে ২৮ রান করেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২৩৭ রানের সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ ও ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্রার্থওয়েট ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৩৮ রানের বড় লক্ষ্যে ভালো শুরু করেছিলেন খুলনার দুই ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দিকী। মাত্র ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়েন তারা। কিন্তু উদ্বোধণী ব্যাটসম্যানদের উড়ন্ত সূচনা পরের দিকের ব্যাটসম্যানরা ধরে রাখতে পারেনি। পরের দিকের ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেলে আউট হলে শেষ পর্যন্ত ১৮ দশমিক ৫ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় খুলনা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন টেইলর। তার ৩৩ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিল। এছাড়া জুনায়েদ ২৭, ব্র্যাথওয়েট ২২ ও নাজমুল হোসেন শান্ত ১৪ রান করেন। কুমিল্লার দুই পাকিস্তানি খেলোয়াড় ওয়াহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন কুমিল্লার লুইস।

সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ২৩৭/৫, ২০ ওভার (লুইস ১০৯*, ইমরুল ৩৯, মাহমুদুল্লাহ ২/৩২)।
খুলনা টাইটান্স : ১৫৭/১০, ১৮.৫ ওভার (টেইলর ৫০, জুনায়েদ ২৭, ওয়াহাব ৩/১৪)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮০ রানে জয়ী।
ম্যাচ সেরা : এভিন লুইস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

কুমিল্লাকে নাকানি-চুবানি খাইয়ে জয় তুলে নিল রাজশাহী

কুমিল্লাকে নাকানি-চুবানি খাইয়ে জয় তুলে নিল রাজশাহী

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ