রুশো’র রেকর্ডে প্লে’অফে রংপুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯
রুশো’র রেকর্ডে প্লে’অফে  রংপুর

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৬তম ম্যাচে রিলে রুশো অনন্য রেকর্ডের সুবাধে মিরাজের রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পাশাপাশি আসরে সবার আগে প্লে’অফ নিশ্চিত করলো মাশরাফিরা।

বিপিএলের এক আসরে এতদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। বিপিএলের প্রথম আসরে পাকিস্তানের এই ওপেনার বরিশাল বার্নার্সের হয়ে ১২ ম্যাচ খেলে করেছিলেন ৪৮৬ রান। এরপর আর কেউ এই রেকর্ড ভাঙতে পারেন নি। এবার রাজশাহী কিংসের বিপক্ষে এই আসরে ৫ম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রুশো। হাফ সেঞ্চুরি করার পাশাপাশি আহমেদ শেহজাদকে ছাড়িয়ে গেলেন তিনি। শুধু তাই নয়, বিপিএলের এক আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের গণ্ডিও পার হয়ে গেলেন তিনি।

এদিকে ১১ খেলায় ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। ১১ ম্যাচে ৫ জয় ও ৬ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো রাজশাহী। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে রাজশাহী।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংস। ব্যাট হাতে নেমে রংপুরের বোলারদের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে যায় রাজশাহী। ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা।

তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার ও ইংল্যান্ডের লরি ইভান্স। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সৌম্য ১৪ ও ইভান্স ৩৫ রানে থামেন।

এরপর শেষের দিকে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ১৬, ফজলে মাহমুদ ১৮ ও কায়েস আহমেদ ২২ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। রংপুরের ফরহাদ রেজা শিকার করেন ৩ উইকেট।

জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই মারকুটে ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে হারায় রংপুর রাইডার্স। ১৪ বলে ১০ রান করেন গেইল। গেইলের মত আরেক ওপেনার ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এ ম্যাচে ব্যর্থ হয়েছেন। ১৬ রানের বেশি করতে পারেননি তিনি।

৫৪ রানে ২ উইকেট হারানোর রংপুরের হাল ধরেন দুই দক্ষিণ আফ্রিকান রিলি রুশো ও এবি ডি ভিলিয়ার্স। এই জুটিতে ৪৩ বলে ৭১ রান যোগ করলে রংপুরের জয়ের পথ সহজ হয়ে যায়। দলের জয় থেকে ১৭ রান দূরে থাকতে আউট হন রুশো। ৫টি চার ও ২ ছক্কা ৪৩ বলে ৫৫ রান কামরুল ইসলাম রাব্বির বলে বোল্ড আউট হন তিনি।

দলীয় ১২৫ রানে রুশোর পর ১২৭ স্কোরে ফিরে যান থাকা ডি ভিলিয়ার্সও। ২৭ বলে ১টি চার ৩ ছক্ক্য় ৩৭ রান করে আরাফাত সানির শিকার হন দক্ষিণ আফ্রিকার এ তারকা ব্যাটসম্যান। রুশো -ডি ভিলিয়ার্স ফিরে যাবার পর ৮ বল বাকি রেখে রংপুরের জয় নিশ্চিত করেন মোহাম্মদ মিথুন ও নাহিদুল ইসলাম। মিথুন ৪ ও নাহিদুল ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর :

রাজশাহী কিংস : ১৪১/৮, ২০ ওভার (ইভান্স ৩৫, কাইস ২২, ফরহাদ ৩/৩০)।
রংপুর রাইডার্স : ১৪৫/৪, ১৮.৪ ওভার (রৌসু ৫৫, ডি ভিলিয়ার্স ৩৭, মিরাজ ১/২৪)।
ফল : রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ফরহাদ রেজা(রংপুর)।


শেয়ার করুন :


আরও পড়ুন

চিটাগংকে তিনে পাঠিয়ে শীর্ষে উঠলো কুমিল্লা

চিটাগংকে তিনে পাঠিয়ে শীর্ষে উঠলো কুমিল্লা

হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার