বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ১৮ নভেম্বর ২০১৯
বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণ করা সাতটি দল দেশি-বিদেশি মিলে তাদের পছন্দের খেলোয়াড়দের দলে নিয়েছে। তবে ড্রাফটে বাংলাদেশের একঝাঁক তারকা ক্রিকেটার কোনো দলেই জায়গা পাননি।

বঙ্গবন্ধু বিপিএলে সব দলের সিনিয়র খেলোয়াড়দের প্রতি উৎসাহের কমতি লক্ষ্য করা গেছে। মাশরাফি ছাড়া বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার দল পাননি। মাশরাফিকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। কারণ, তৃতীয় ধাপ পর্যন্ত তাকে কেউ দলে নেয়নি, পরে চতুর্থ ধাপে মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন।

এদিকে নতুনরা দল পেলেও বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কোন দলে জায়গা না পাওয়া এমন ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয়। জাতীয় দলের বাইরে থাকা সিনিয়রদের প্রায় সবাই ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। তাদের বড় অংশই ডাক পাননি।

যাক না পাওয়াদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, নাইম ইসলাম, মার্শাল আইয়ুব আর জিয়াউর রহমানের মতো ক্রিকেট তারকা।

এছাড়া ক্যান্সার থেকে সুস্থ্ হয়ে ওঠা জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল (সি), বাঁহাতি স্পিনার কাম ব্যাটসম্যান ইলিয়াস সানি (ডি), পেসার শাহাদত হোসের রাজিব (ডি) দল পাননি।

দল পাননি দুই আসর আগে ব্যাট হাতে ঝড় তোলা ওপেনার মেহেদি মারুফ, বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব, পেসার শুভাশীষ রায়, লেগস্পিনার তানভীর হায়দার, টপ অর্ডার সৈকত আলী এবং জাতীয় দলের দুই পেসার খালেদ আহমেদ আর ইবাদত হোসেন।

১১ ডিসেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এর আগে ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বিশেষ বিপিএলের উদ্বোধন করবেন।

বঙ্গবন্ধু বিপিএলে মোট সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ-গেইল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ-গেইল

উন্মোচিত হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো

উন্মোচিত হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো