ঘরের মাঠে সিলেটকে ১২৯ রানে আটকে দিল চট্টগ্রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯
ঘরের মাঠে সিলেটকে ১২৯ রানে আটকে দিল চট্টগ্রাম

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডার ১২৯ রানের আটকে দিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২৯ করেঠে সিলেট। ফলে ঘরের মাঠে জয়ের জন্য চট্টগ্রামের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে দলেও পক্ষে সর্বোচ্চ রান করেন আন্দ্রে ফ্লেচার। সিলেটের এ ওপেনার করেন ৩২ বলে ৩৮ রান। এছাড়া অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ২২ বলের দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন। বাকি আর কেউ ব্যাট হাতে ভালো করতে পারেননি।

চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান রানা একাই চারটি উইকেট নেন। চার ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে মূল্যবান ৪টি উইকেট তুলে নেন। একমধ্যে একটি মেডেন ওভারও করেন। রানা ছাড়া রুবেল হোসেন ২টি এবং মুক্তার আলী ও কেসরিক উইলিয়ামস একটি করে উইকেট নেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম ও সিলেট। সেই ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম। এরপর দুই ম্যাচে আরও ১টি জয়ের স্বাদ পায় তারা। ঢাকার প্রথম পর্বে ৩ ম্যাচে অংশ নিয়ে ২টিতে জিতে ৪ পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম। আর ঢাকা পর্বে ৩টি ম্যাচের সবক’টিতেই হেরেছে সিলেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আবিস্কা ফার্নান্দো, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মুক্তার আলী, নাসুম আহমেদ, মেহেদী হাসান রানা, লেন্ডন সিমন্স, কেসরিক উইলিয়ামস ও চাঁদউইক ওয়ালটন।

সিলেট থান্ডার একাদশ
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, শফিকউল্লাহ শাফাক, জনসন চার্লস, ক্রিসমার সানতোকি, আন্দ্রে ফ্লেচার ও এবাদত।



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত মুশফিক, রাজশাহীকে হারিয়ে খুলনার টানা জয়

দুর্দান্ত মুশফিক, রাজশাহীকে হারিয়ে খুলনার টানা জয়

বিজয় দিবসে মাঠেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিজয়োৎসব

বিজয় দিবসে মাঠেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিজয়োৎসব

হাসপাতালে ভর্তি তামিম, যাননি চট্টগ্রামে

হাসপাতালে ভর্তি তামিম, যাননি চট্টগ্রামে

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে