বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২০
বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

ছবি : বিসিবি

ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুই হাজার রান থেকে মাত্র ১ রান দূরে ছিলেন মুশফিক।

শুক্রবার (৩ জানুয়ারি) সিলেট পর্বের তৃতীয় ও বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টের ৩১তম ম্যাচে ঢাকার প্লাটুনের বিপক্ষে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিপিএলের ইতিহাসে দু’হাজার রানের মাইলফলক স্পর্শ করেন খুলনা টাইগার্সের মুশফিক। এ ম্যাচের আগে বিপিএলে মুশফিকের ব্যাটিং পরিসংখ্যান ছিল- ৭৮ ম্যাচের ৭৪ ইনিংসে ১৯৯৯ রান।

দুই হাজার রান থেকে ১ রান দূরে ছিলেন মুশফিক। সেই মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। ফলে বিপিএলে ৭৯ ম্যাচের ৭৫ ইনিংসে ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২০৬৩ রানের মালিক এখন মুশফিক।

মুশফিকের ওপরে আছেন তামিম ইকবাল। ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ২১৪৩ রান করেছেন তিনি। ফলে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।

বিপিএলে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যান
১. তামিম ইকবাল : ম্যাচ ৬৬, ইনিংস ৬৫, রান ২১৪৩, গড় ৩৭.৫৯
২. মুশফিকুর রহিম : ম্যাচ ৭৯, ইনিংস ৭৫, রান ২০৬৩, গড় ৩৪.৯৬
৩. মাহমুদউল্লাহ রিয়াদ : ম্যাচ ৭৮, ইনিংস ৭৪, রান ১৬৯৫, গড় ২৫.৬৮
৪. ইমরুল কায়েস : ম্যাচ ৭৬, ইনিংস ৭৫, রান ১৬২১, গড় ২৪.১৯
৫. সাব্বির রহমান : ম্যাচ ৮৩, ইনিংস ৭৫, রান ১৫৩৯, গড় ২২.৩০।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক