চেন্নাইকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে মুম্বাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ পিএম, ০৭ এপ্রিল ২০১৮
চেন্নাইকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে মুম্বাই

আইপিএলের উদ্বোধনী ম্যাচের মোস্তাফিজদের চেন্নাই সুপার কিংসকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। প্রথমেই টস হেরে যান মোস্তাফিজের দল মুম্বাইর অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চেন্নাই পেসার দীপক চাহারের পেস তোপে বিভ্রান্ত হতে থাকে মুম্বাই ব্যাটসম্যানরা। চাহারের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরে যান এভিন লুইস।

এরপর যদিও রোহিত শর্মা আর ইশান কিষাণের ব্যাটে এগুনোর চেষ্টা করে মুম্বাই। ১৮ বল খেলে ১৫ রান করে আউট হন রোহিত শর্মা। ইশান কিষান ২৯ বল খেলে আউট হন ৪০ রান করে। ২৯ বলে ৪৩ রান করেন সুর্যকুমার যাদব।

শেষ দিকে হার্দিক পান্ডিয়া আর ক্রুনাল পান্ডিয়া মিলে মুম্বাইর ইনিংসকে চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যান। ২০ বলে ২২ রানে হার্দিক পান্ডিয়া এবং ২২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডিয়া। ইনিংসের একেবারে শেষ বলে সিঙ্গেল রান নিতে গিয়ে ডোয়াইন ব্র্যাভোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান হার্দিক পান্ডিয়া। পরে দেখা যায় দুই সতীর্থের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ছেন তিনি।

এদিকে উদ্বোধনী ম্যাচেই খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলের রান একটু কম হওয়ায় বোলিংয়ে যে তাকের বেশ ভালোই অবদান রাখতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।


শেয়ার করুন :