ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ এএম, ২০ মার্চ ২০২২
ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হতে খুব বেশী দেরি নেই। ইতিমধ্যেই মাঠে নেমে গেছে দলগুলো। তবে শঙ্কায় আছে চেন্নাই সুপার কিংস। তাদের দলের অন্যতম সদস্য ইংলিশ ক্রিকেটার মঈন আলী এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেনি। আটকে গেছেন ভিসা জটলতায়।

এবারের আসরে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে ধরে রেখেছিল চেন্নাই। 8 কোটি রুপিতে পুরনো শিবিরেই রয়ে গেছেন মঈন আলী। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করেছেন তিনি। সেখান থেকে আইপিএলে যোগ দেয়ার কথা রয়েছে তার। তবে এখনও তার ভিসার অনুমোদন দেয়নি ভারতীয় হাইকমিশন।

মঈন আলীর ভিসার ব্যাপারে হতাশ চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কাসি বিশ্বনাথন। তিনি ক্রিকবাজকে বলেন, ‘তিনি ভিসার জন্য ২৮ ফেব্রুয়ারি আবেদন করেছিলেন। আবেদন জমা দেওয়ার ২০ দিনেরও বেশি সময় হয়ে গেছে। তিনি প্রায়শই ভারতে ভ্রমণ করেন। কিন্তু এখনও তিনি কাগজপত্র পাননি।’

তবে কাশিনাথন আশা করেছেন শীঘ্রই মঈন দলের সঙ্গে যোগ দিবেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি তিনি (মঈন) শীঘ্রই দলে যোগ দেবেন। তিনি আমাদের বলেছেন যে কাগজপত্র পাওয়ার পরই তিনি ফ্লাইটে উঠবেন। আমরা আশা করছি যে তিনি সোমবারের মধ্যে কাগজপত্র পেয়ে যাবেন।’

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস গত এক মাস ধরে সুরাটে ক্যাম্প করছে। এবারের আসরে চেন্নাইয়ের প্রথম ম্যাচ ২৬ শে মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

মঈন আলী ছাড়াও গুজরাট টাইটানস কোচিং স্টাফের একজন সদস্য একইভাবে লন্ডনে আটকা পড়েছেন। আহমেদাবাদের সহকারী কোচ আবদুল নাইম এবং দিল্লির মিঠুন মানহাসও একই পরিস্থিতিতে পড়েছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে মার্ক উডের আইপিএল শেষ

ইনজুরিতে মার্ক উডের আইপিএল শেষ

পাঞ্জাবের পাওয়ার-হিটিং কোচ হলেন জুলিয়ান উড

পাঞ্জাবের পাওয়ার-হিটিং কোচ হলেন জুলিয়ান উড

মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম