কোহলির ফর্মহীনতার জন্য অধিনায়কত্ব হারানোকেই দায়ী করছেন ওয়াটসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৬ এপ্রিল ২০২২
কোহলির ফর্মহীনতার জন্য অধিনায়কত্ব হারানোকেই দায়ী করছেন ওয়াটসন

ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একটা সময় ব্যাট হাতে নামলে সবাই ধারণা করতো কোহলি সেঞ্চুরি বাঁ হাফ সেঞ্চুরি করবে। ইদানিংকালে সেই কোহলি রান করতেও সমস্যায় পড়ছে। কোহলির এই দুঃসময়ের পিছনে তার অধিনায়কত্ব ছাড়াকে দায়ী করছেন সাবেক অজি তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন।

ক্রিকেটে প্রচলিত কথা আছে অধিনায়কত্বের চাপে অনেক সময় অনেক তারকা ব্যাটসম্যানই ফর্ম হারিয়ে ফেলেন। কিন্তু শেন ওয়াটসন মনে করছেন বিরাট কোহলির বেলায় হয়েছে ঠিক উল্টোটা।

ওয়াটসন বলেন, যাই হোক না কেন, ভারতের অধিনায়কের পদ থেকে সরে যাওয়া তার ওপর প্রভাব ফেলেছে। কোনো না কোনোভাবে এটা তার মানসিকতার ওপর চাপ ফেলেছে। কোহলির মধ্যে একটু শক্তির একটু অভাব আছে এখন। আমি নিশ্চিত সে ছন্দ খুঁজে পাবে।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন পরের মৌসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করবেন না। অনেকেই এবার মৌসুম শুরুর আগে বলেছিল নির্ভার কোহলি ব্যাট হাতে আরো ভয়ানক হয়ে উঠবেন। শুরুটা ভালো করলেও এখন পর্যন্ত দুঃস্বপ্নের আইপিএল কাটাচ্ছেন কোহলি। ক্যারিয়ারে প্রথমবারের মত জোড়া শুন্য করেছেন এবারের আসরেই।

অধিনায়কত্ব ছাড়ার পর তার শারিরী ভাষাতেও পরিবর্তন এসেছে বলে মনে করেন ওয়াটসন। আগের মতো আক্রমণাত্মক ভাব নিয়ে ব্যাটিং করছেন না বিরাট, বলছেন তিনি।

শেন ওয়াটসন আরও বলেন, “শেষবার যখন দিল্লির বিপক্ষে ব্যাঙ্গালুরুর খেলা ছিল তখন ভিন্ন বিরাটকে দেখা গেছে। আমি তাকে দেখেছি, তার বিপক্ষে খেলেছি এবং আরসিবিতে তার সাথে কয়েকটি মৌসুমেও খেলেছি। তাকে দেখে মনে হচ্ছিল তার আক্রমণাত্মক মনোভাব কমে গেছে। বিষয় হচ্ছে বিরাট যখনই ব্যাট হাতে নামে সে উজ্জ্বিবীত থাকে। এতদিন যা করেছে তাতে তাকে মহামানব বলা যেতেই পারে।”

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। এরপর বিসিসিআই তাকে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলে পরবর্তীতে টেস্ট দলের অধিনাকত্বও ছেড়ে দেন বিরাট। ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক দুই বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি পাচ্ছেন না। বেশ অনেক দিনই হলো ফর্মও হারিয়ে ফেলেছেন।  

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রশিদ উইকেট শিকারী বোলার নন: লারা

রশিদ উইকেট শিকারী বোলার নন: লারা

এক দলের বিপক্ষে তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

এক দলের বিপক্ষে তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’