চরম দুঃসময়ে অধিনায়ক ডু প্লেসিসকে পাশে পাচ্ছেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৭ এপ্রিল ২০২২
চরম দুঃসময়ে অধিনায়ক ডু প্লেসিসকে পাশে পাচ্ছেন কোহলি

ব্যাট হাতে বিরাট কোহলির রানখরা চলছে বেশি অনেক দিন ধরেই। কোথাও নিজের চেনা ছন্দে ব্যাটিং করতে পারছেন না ‘রানমেশিন’ খ্যাত এই ব্যাটসম্যান। রানে ফিরতে কোহলিকে অনেকেই নানারকম পরামর্শ দিচ্ছেন কোহলিকে। চারিদিকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। এই দুঃসময়ে বিরাট কোহলির পাশে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ভুলে যাওয়ার মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কাটাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্যারিয়ারের প্রথমবার আইপিএলে টানা দুই ম্যাচে শূন্যতে কাটা পড়েছেন তিনি। তবে সেরা খেলোয়াড়দেরও এমন খারাপ আসে বলে মত ব্যাঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসিসের। 

কোহিলকে নিয়ে প্লেসিস বলেন, “কোহলির ফর্ম যেমনই হোক, সে কিংবদন্তিতুল্য ক্রিকেটার। আগেও অনেকবার এরকম চড়াই-উৎরাইয়ের অভিজ্ঞতা হয়েছে তার। তাকে আমি কাছ থেকে দেখেছি। মানসিকভাবে সে যথেষ্ট চাঙা আছে এবং এখান থেকে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে সে আমাদেরকে ম্যাচ জেতাবে।" 

চলতি আইপিএলে ৯ ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন বিরাট কোহলি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪৮ এর পর ব্যাট করাই যেন ভুলে গেছেন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান (৬৪১১) সংগ্রহক। ইতিমধ্যে দুইবার শূন্য হাতে ফেরা কোহলি ৯ ম্যাচের মধ্যে পাঁচ বারই ব্যর্থ হয়েছে ব্যক্তিগত রানের সংখ্যাটাকে দুই অংকে নিয়ে যেতে!

তবে কোহলির মত ক্রিকেটার এভাবে বসে থাকবে না বরং খুব দ্রুতই ফিরে আসবে বলে মনে করেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসিস। তিনি বলেন, "কোহলির মতো একজন খোলসে ঢুকে যেতে পারেন না। বড় ক্রিকেটারদের এ রকম বাজে সময় আসে। আমরা চেয়েছি, সে যেন মাঠের বাইরে বসে খেলা নিয়ে বাড়তি ভাবার সময় না পায়। ক্রিকেট খেলাটা হয়ই আত্মবিশ্বাসের ওপর।মানসিকভাবে সে যথেষ্ট চাঙা আছে এবং এখান থেকে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে সে আমাদের ম্যাচ জেতাবে।”

মঙ্গলবার (২৬ এপ্রিল) ব্যাটিং অর্ডার পরিবর্তন করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোহলিকে ওপেন করতে পাঠানো হয়। তবে ওপেনিংয়েও নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি কোহলি। মাত্র ৯ রানে সাজঘরে ফিরে যান। 

প্রথম সাত ম্যাচ ৫ জয় পেলেও এবার টানা দুই হারের স্বাদ পেলো ব্যাঙ্গালুরু। নয় ম্যাচে ৪ হারে অবনতি হয়েছে পয়েন্ট টেবিলেও। আইপিএলের ১৫তম আসরে ১০ দলের মধ্যে  ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালুরুর জায়গা হয়েছে  ৫ নম্বরে। এক ম্যাচ কম খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

অনুজ রাওয়াত : জার্নি ফ্রম উত্তরাখন্ড টু আইপিএল

অনুজ রাওয়াত : জার্নি ফ্রম উত্তরাখন্ড টু আইপিএল

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস