আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৯ মে ২০২২
আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ হানা দিয়েছে মুম্বাইয়ের ডেরায়। ইনজুরির কারণে আসরের বাকি অংশে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব। 

শুক্রবার (৬ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে সূর্যকুমারের হাতের মাংসপেশিতে টান পড়ে। সেই সময়ই টুর্নামেন্টের বাকি অংশে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল।

শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হয়েছে। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন সূর্যকুমার যাদব। বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। সোমবার (৯ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

আইপিএলের ১৫তম আসরে ৮ ম্যাচ খেলেছেন সূর্যকুমার যাদব। এই সময়ে ব্যাট হাতে তিন হাফ সেঞ্চুরিতে ৪৩ দশমিক ২৯ গড়ে ৩০৩ রান করেছেন তিনি। 

টুর্নামেন্ট শুরুর আগেও ইনজুরিতে ছিলেন সূর্যকুমার যাদব। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। ব্যাঙ্গালুরুতে ন্যাশন্যাল ক্রিকেট একাডেমিতে পুর্নবাসন প্রক্রিয়া শেষে আইপিএলে যোগ দেন তিনি।

সূর্যকুমারের মতো টুর্নামেন্টে নিজেদের প্রথম সাত ম্যাচ হেরে বিদায় নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৫তম আসরে নিজেদের ৮ম ম্যাচে প্রথম জয়ের দেখা পায় দলটি। এখন পর্যন্ত ১০ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে মুম্বাই। টুর্নামেন্টে আর চার ম্যাচ বাকি আছে দলটির।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে কোহলির ব্যাটে শুধুই শূন্যতা

আইপিএলে কোহলির ব্যাটে শুধুই শূন্যতা

ইংল্যান্ড টেস্ট দলে লিভিংস্টোনকে দেখতে চান পিটারসেন

ইংল্যান্ড টেস্ট দলে লিভিংস্টোনকে দেখতে চান পিটারসেন

গেইলকে ছাড়িয়ে শীর্ষে ওয়ার্নার

গেইলকে ছাড়িয়ে শীর্ষে ওয়ার্নার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র সাথে উমরানকে চান হরভজন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র সাথে উমরানকে চান হরভজন