মাঠে বসেই আইপিএল দেখবে কুকুর!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ মার্চ ২০১৯
মাঠে বসেই আইপিএল দেখবে কুকুর!

ফাইল ছবি

আসন্ন আইপিএলে দর্শকদের পোষা কুকুর নিয়ে মাঠে প্রবেশের এবং খেলা উপভোগের সুযোগ করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কুকুরের সেবায় মাঠে নিযুক্ত থাকবেন বেশ কয়েকজন খ্যাতনামা বিশেষজ্ঞও।

ফ্র্যাঞ্চাইজিটি আহ্বান জানিয়েছে, পোষা কুকুর নিয়ে দর্শকদের মাঠে আসতে। দলটির হোম ভেন্যু চেন্নাস্বামী স্টেডিয়াম। সেখানে ম্যাচ চলাকালীন ডগআউটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

বেঙ্গালুরুর পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এজন্য স্টেডিয়ামে একটি বিশেষ লাউঞ্জ বানানো হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে ডগআউট। সেখানে যেকোনো দর্শক তাদের কুকুর নিয়ে বসতে পারবেন এবং খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সহানুভূতি ও একত্বে বিশ্বাস করে। আমরা দলের সঙ্গে যুক্ত সকল ভক্তের ব্যাপারে ভাবি। এমন একদল ভক্ত আছে যাদের পোষা প্রাণী আছে। এই প্রাণীগুলো তাদের পরিবারেরই অংশ। আরসিবি চায় তাদেরও (পোষা প্রাণী) পরিবারের অংশ বানাতে।’

বিবৃতিতে দলটি জানিয়েছে, ‘‘এ বছর থেকেই পোষা প্রাণী পালক ও প্রেমীদের ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছে আরসিবি। প্রাণী নিয়ে দেখার বিশেষ লাউঞ্জ ‘ডগআউটে’ বসার সুযোগ পাবেন তারা। ঘরের মাঠের খেলা দেখার জন্য সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি।’’

ক্রিকেট মাঠে পোষা প্রাণীর আগমন দেখার জন্য অবশ্য খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না। আগামী ২৩ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্টটি শুরু হওয়ার পাঁচ দিনের মাথায় (২৮ মার্চ) নিজেদের ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নাববে বিরাট কোহলির দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বৃহস্পতিবার আইপিএলে যেতে পারে সাকিব

বৃহস্পতিবার আইপিএলে যেতে পারে সাকিব

আইপিএলে ফিরছেন স্মিথ-ওয়ার্নার

আইপিএলে ফিরছেন স্মিথ-ওয়ার্নার

নিজকে প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন সাকিব

নিজকে প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন সাকিব

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬ স্বর্ণ পদক

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬ স্বর্ণ পদক