দলে সুযোগ পেতে সেরাটা দিচ্ছি : সাইফুদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৩ জানুয়ারি ২০২১

ইনজুরি নিত্য সঙ্গী হওয়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দিকে খেলতে পারেননি। ফলে টেনশনে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও। তবে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া এ টাইগার অলরাউন্ডার উইন্ডিজ সিরিজ নিয়ে বেশ আশাবাদি। মূল দলে জায়গা পেতে অনুশীলনে দিচ্ছেন নিজের সেরাটা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দল নিয়ে কোচদের অধীনে শুরু অনুশীলন ক্যাম্প। রোববার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ ক্যাম্প মঙ্গলবার (১২ জানুয়ারি) ছিল তৃতীয় দিন।

ক্যাম্পে তিনদিনই ব্যাটিং বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন টাইগার ক্রিকেটাররা। দীর্ঘ ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাকে সামনে রেখে নিজেদের এ অনুশীলনে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন তারা। কারণ, ২৪ সদস্যের এ দল থেকেই নির্বাচন করা হবে মূল দল।

ক্যাম্পে নিয়তিমভাবে ব্যাটি-বোলিং অনুশীলন করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। চেষ্টা করছেন নিজেকে ফিরে পেতে। মঙ্গলবার অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তাতে কথাও বলেন তিনি। জানান নিজের ও দল সম্পর্কে।

সাইফুদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো। খুব টেনশনে ছিলাম সিরিজের আগে আসলে রিকভারি করে উঠতে পারবো কি-না। তবে আলহামদুলিল্লাহ। যথেষ্ট হেল্প করছে বায়োজিত (বায়েজিদুল ইসলাম খান) ভাই, শাওন ভাইও ছিল, আমাদের ফিজিও। উনি আমকে খুব হেল্প করছে। উনার নির্দেশনা অনুযায়ী কয়েকদিন কাজ করলাম। এখন ওভার-অল সব মিলিয়ে ভালো।’

দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই অনেক খুশির ব্যাপার, আসলে প্রকাশ করার মতো না। ঘরবন্দি ছিলাম, এর মধ্যে ডোমেস্টিক খেললাম, কিন্তু জাতীয় দলের হয়ে খেলা বা প্রতিনিধিত্ব করা গৌবের বিষয়।’
sportsmail24
নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসানও এ সিরিজ দিয়ে মাঠে ফিরছেন। সাকিবের বিষয়ে সাইফুদ্দিন বলেন, ‘সবচেয়ে বড় বিষয় আমাদের মাঝে সাকিব ভাই ফিরে এসেছেন। যার কারণে ভালো লাগাটা অন্য রকম। আর যেহেতু ঘরের মাঠে হোম সিরিজ -এ জন্য আরও বেশি উদ্দীপনা জোগাচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ, লাস্ট তিনদিন অনেক গুরুত্বপূর্ণ অনুশীলন হয়েছে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই করলাম।’

মূল দলে নিজে জায়গা পাওয়া নিয়ে আশাবাদী সাইফুদ্দিন। তবে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে আসায় জায়গা পেতে বেম প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।

সাইফুদ্দিন বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো- সর্বশেষ দুটি টুর্নামেন্টে (প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো খেলছে। যার কারণে আমাদের জন্য (পেস বোলার) এ জায়গাটা খুব প্রতিদ্বন্দ্বিতার। দলের সুযোগ পাওয়া বা বেস্ট টিমে সুযোগ পাওয়া -এ জন্য আসলে নিজের সেরাটা দেওয়া চেষ্টা করছি। বাকিটা আল্লাহর হাতে।’

করোনা পরবর্তী এটিই টাইগার ক্রিকেটারদের একসাথে অনুশীলন। দীর্ঘ দিন পর এমন অনুশীলন ইনজয় করছেন বলেও জানান সাইফুদ্দিন। বলেন, ‘সব মিলিয়ে খুব ইনজয় করতেছি, সেশনগুলো। সামনে আরও কয়েকদিন সুযোগ পাব প্র্যাকটিস করার, ইভেন আমাদের প্র্যাকটিস ম্যাচও আছে। সব মিলিয়ে আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

ওয়ানডে সিরিজে তাসকিনকে নিয়ে শঙ্কা নেই

ওয়ানডে সিরিজে তাসকিনকে নিয়ে শঙ্কা নেই

অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন

অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা