বাংলাদেশে না আসা শাই হোপ করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ এএম, ২৮ জানুয়ারি ২০২১
বাংলাদেশে না আসা শাই হোপ করোনা আক্রান্ত

করোনাভাইরাসের শঙ্কায় বাংলাদেশ সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার শাই হোপ। তবে শেষ রক্ষা হয়নি। দেশে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। একই সাথে তার বড় ভাই কাইল হোপের শরীরেও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।

বাংলাদেশ সফরের আগে করোনার দোহায় দিয়ে নাম প্রত্যাহার করে নিলেও ক্যারিবিয়ানদের আঞ্চলিক সুপার ফিফটি কাপে খেলতে চেয়েছিলেন শাই হোপ। তার সাথে একই দলের (বার্বাডোস) হয়ে খেলার কথা ছিল কাইল হোপেরও।

আঞ্চলিক সুপার ফিফটি কাপটি শুরু হওয়ার আগে রোববার (২৪ জানুয়ারি) খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় মোট তিনজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। যাদের মাঝে বার্বাডোস দলে থাকা শাই পোপ ও কাইল হোপ রয়েছেন।

বার্বাডোস ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। জানান, কোভিড-১৯ শনাক্ত হওয়ায় বার্বাডোস দল থেকে শাই পোপ ও কাইল হোপকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের দু’জনের পরিবর্তে ১৫ সদস্যের দলে টেভিন ওয়ালকোট এবং জ্যাকারি ম্যাকক্যাসিকে যুক্ত করা হয়েছে। দলে যোগ দেওয়ার আগে তাদেরও করোনা পরীক্ষা দিতে হবে।

বাংলাদেশ সফরে বায়ো-বাবলে থাকতে আপত্তি থাকলেও সুপার ফিফটি কাপে বায়ো-বাবলে থাকতেই হতো হোপকে। যার ধারাবহিকতায় ধরা খেলেন শাই হোপ। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হলো।

করোনা শঙ্কায় শাই হোপ ছাড়াও বাংলাদেশ সফর থেকে আরও ১১ জন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে বাধ্য হয়ে তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবীয়রা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ সিমন্স

ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ সিমন্স

বাংলাদেশে না এলেও টি-টেন খেলবেন পোলার্ড

বাংলাদেশে না এলেও টি-টেন খেলবেন পোলার্ড

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক

ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ