ক্রিকেট মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

ফাইল ফটো

করোনাভাইরাস পরবর্তী দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে পাকিস্তান। এবার ক্রিকেট মাঠে দর্শক ফেরাচ্ছে তারা। ঘরোয়া পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সীমিত আকারে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। তবে দর্শকদের বাধ্যতামূলকভাবে করোনাভাইরাস সংক্রান্ত কঠোর বিধি-নিষেধ মানতে হবে।

পিসিবি জানায়, ‘এ বছর সুপার লিগে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে। করাচি ও লাহোরে ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ মার্চ পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।’

করাচির ম্যাচের জন্য প্রতিদিন ৭ হাজার ৫০০ এবং লাহোরের ম্যাচের জন্য ৫ হাজার ৫০০ টিকিট বিক্রি করা হবে। তবে প্লে-অফে আরও বেশি সংখ্যক ক্রিকেট অনুরাগীকে স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশের অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেছে বোর্ড।

দেশটির জাতীয় দল বর্তমানে রাওয়াল পিন্ডির দর্শকশূন্য স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে। তবে পিসিবির চেয়ারম্যান ইহসান মানি বলেছেন, ‘সমর্থকরা হচ্ছে পিসিবির বড় সম্পদ। তাই আমরা খুবই আনন্দিত।’

গত বছরের আসরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে করাচি ও লাহোরে। তবে সে সময় দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের মধ্যে করোনা উপসর্গ দেখা দেওয়ায় বাতিল হয়েছিল প্লে-অফের খেলা।

২২০ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে ৫ লাখেরও বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। যার মারা গেছেন ১১ হাজারেরও বেশি মানুষ।

এদিকে করোনা পরবর্তী নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সাথে দর্শক ফেরানোর ঘোষণা দিয়েছে ভারত। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে গ্যালারিতে দর্শক প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

প্রথম সেঞ্চুরিতেই তিন বড় ভাইয়ের পাশে মিরাজ

প্রথম সেঞ্চুরিতেই তিন বড় ভাইয়ের পাশে মিরাজ

পরিবর্তনে যেমন হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সূচি

পরিবর্তনে যেমন হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সূচি

অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নওমান

অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নওমান