যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ পিএম, ২০ মার্চ ২০২১
যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা শুরু হবে শনিবার (২০ মার্চ)। নিউজিল্যান্ড-বাংলাদেশের এ সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক টিভি চ্যানেলে দেখা যাবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়। ম্যাচটি দেশের খেলাধুলা ভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস ছাড়াও গাজী টিভিতে (জিটিভি) সরাসরি দেখা যাবে।

এছাড়া, ইউটিউবে র‍্যাবিটহোলবিডি-তেও সরাসরি সিরিজের সবগুলো ম্যাচ দেখা যাবে।

বাংলাদেশ ছাড়া ভারতের ‘ফ্যান কোড’, যুক্তরাজ্যের ‘বিটি স্পোর্টস’, অস্ট্রেলিয়ার ‘ফক্স’, দক্ষিণ আফ্রিকার ‘সুপার স্পোর্টস’, যুক্তরাষ্ট্রে ‘ইএসপিএন প্লাস’, ওয়েস্ট ইন্ডিজে ‘ফ্লো স্পোর্টস’, পাকিস্তানে ‘পিটিভি’ এবং কানাডায় ‘সিটিএন’-এ সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।

এখানে উল্লেখ্য যে, র‍্যাবিটহোলবিডি ইউটিউব চ্যানেলের খেলা স্পোর্টসমেইল২৪.কমের ওয়েবসাইট থেকেও সরাসরি দেখা যাবে। স্পোর্টসমেইল২৪.কমের পাঠকরা সাইট থেকেই ম্যাচগুলো দেখতে পারবেন

ম্যাচ সূচি (বাংলাদেশ সময়)

প্রথম ওয়ানডে : ২০ মার্চ (শনিবার), ভোর ৪টা
দ্বিতীয় ওয়ানডে : ২৩ মার্চ (মঙ্গলবার), সকাল ৭টা
তৃতীয় ওয়ানডে : ২৬ মার্চ (শুক্রবার), ভোর ৪টা

প্রথম টি-টোয়েন্টি : ২৮ মার্চ (রোববার), সকাল ৭টা
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩০ মার্চ (মঙ্গলবার), দুপুর ১২টা
তৃতীয় টি-টোয়েন্টি : ১ এপ্রিল (বৃহস্পতিবার), দুপুর ১২টা।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

হঠাৎ টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন তামিম

হঠাৎ টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন তামিম

এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে আশাবাদী বিসিবি

এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে আশাবাদী বিসিবি

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম