চাঁদের সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারালো শেখ জামাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৫ মার্চ ২০১৮
চাঁদের সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারালো শেখ জামাল

ভারতীয় উন্মুখ চাঁদের ১২৭ রান ও ডান-হাতি মিডিয়াম পেসার রবিউল ইসলামের ৫ উইকেট শিকারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগের (ডিপিডিসিএল) সুপার সিক্সের প্রথম পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জকে।

লিগ পর্বে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ছিল শেখ জামাল। এ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো শেখ জামাল। সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় তৃতীয় স্থানে নেমে গেল রূপগঞ্জ। লিগ পর্বে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ছিল রূপগঞ্জ।

সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় রূপগঞ্জ। তবে দলের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। রবিউলের বোলিং তোপে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রানে থেমে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন রূপগঞ্জের অধিনায়ক নাইম ইসলাম। এছাড়া তুষার ইমরান অপরাজিত ৪৮, ভারতীয় পারভেজ রসুল ৪৪ ও মোহাম্মদ নাইম ৪৩ রান করেন। রবিউল ৭ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন।

২৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় শেখ জামাল। এরপর চাঁদ-রাকিন আহমেদ ও তানবীর হায়দারের ব্যাটিং দৃঢ়তায় ১২ বল হাতে রেখেই জয়ের স্বাদ পায় শেখ জামাল। চাঁদ ২০টি বাউন্ডারির সহায়তায় ১৩৩ বলে ১২৭ রান করেন। রাকিন ৫২ রানে ফিরলেও, ৫২ বলে ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন তানবীর। তার সঙ্গী উইকেটরক্ষক নুরুল হাসানের সংগ্রহ ছিল ১১ রান। ম্যাচের সেরা হয়েছেন চাঁদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক ফরহাদের ঝড়ো ইনিংসে দোলেশ্বরের নাটকীয় জয়

অধিনায়ক ফরহাদের ঝড়ো ইনিংসে দোলেশ্বরের নাটকীয় জয়

স্বাধীনতা দিবসে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নান্নু-সুজনরা

স্বাধীনতা দিবসে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নান্নু-সুজনরা

প্রথমবারের মত কাউন্টিতে খেলতে যাচ্ছেন কোহলি

প্রথমবারের মত কাউন্টিতে খেলতে যাচ্ছেন কোহলি

আইসিসির উপর ক্ষুব্ধ আয়ারল্যান্ডের অধিনায়ক

আইসিসির উপর ক্ষুব্ধ আয়ারল্যান্ডের অধিনায়ক