বাংলাদেশে না আসলেও পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ এএম, ০৪ আগস্ট ২০২১
বাংলাদেশে না আসলেও পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না ইংল্যান্ড। সিরিজটি ২০২৩ সালের মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে বাংলাদেশ সফরে না আসলেও পাকিস্তান সফর করার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইসিবি।

ইংল্যান্ডের বাংলাদেশ সফর চলাকালীন সময় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশ। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএল। মূলত সেখানে ইংলিশ খেলার সুযোগ করে দেওয়ার জন্যই স্থগিত করা হয়েছে ইংল্যান্ডের বাংলাদেশ সফর

বোর্ড অব কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) অনুরোধে ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে ইসিবি। যদিও বেশ কিছুদিন আগে ইসিবি থেকে জানানো হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকলেও ইংলিশ ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারবেন না।

বাংলাদেশ সফর শেষ করে ইংল্যান্ডের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সফরে না আসলেও পুরাতন সূচি অনুযায়ী পাকিস্তান সফরে যাবে ইয়ন মরগ্যানের ইংল্যান্ড। পাকিস্তান সফর নিয়ে দুই বোর্ডই বেশ আশাবাদী বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের অক্টোবরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশরা। যদিও সিরিজে তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে।

ইংল্যান্ড সিরিজের জন্য করাচিকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে পাকিস্তান। চলতি বছরের ১৪ এবং ১৫ অক্টোবরে অনুষ্ঠিত হবে সিরিজের দুই ম্যাচ। সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানে সফরে যাবে ইংল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় এ সময়ে পাকিস্তানে যায়নি ইংলিশরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন

ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন

ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হোঁচট খেল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হোঁচট খেল ভারত

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার