ক্রিকেট তালেবানদের পছন্দ, আইপিএল খেলবেন রশিদ-নবীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৭ আগস্ট ২০২১
ক্রিকেট তালেবানদের পছন্দ, আইপিএল খেলবেন রশিদ-নবীরা

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। এছাড়া তালেবানরা ক্রিকেট পছন্দ করেb এবং ভালোবাসেন বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারি। তালেবানরা ক্ষমতা দখল করলেও চলতি বছরের স্থগিত আইপিএলের বাকি অংশে খেলতে রশীদ খান ও মোহাম্মদ নবীদের কোন সমস্যা নেই বলেও জানানো হয়েছে।

এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি জানিয়েছেন, তালেবানরা ক্রিকেটকে পছন্দ এবং সম্মান করেন। তাদের জন্য ক্রিকেটের ক্ষতি হবে না। তিনি বলেন, ‘তালেবানরা ক্রিকেটকে পছন্দ করে। তারা শুরু থেকেই আমাদেরকে সহযোগিতা করে আসছে। তারা আমাদের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।’

পাকিস্তানে সিরিজের পর আফগান ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে সিইও জানিয়েছেন, বোর্ড অনুমতি দিয়েছে। বাকিটা ক্রিকেটারদের ওপর নির্ভর করবে। আইপিএল ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হবে জানিয়েছেন প্রধান নির্বাহী।

আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে রশিদ খান, মোহাম্মদ নবী এবং মুজিব জাদরান আইপিএলে খেলার কথা রয়েছে। এর মধ্যে সানরাইজার্সের হায়দ্রাবাদের হয়ে খেলবেন রশিদ খান এবং মোহাম্মদ নবী। মুজিব জাদরান খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে।

আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের সময়টা মূলত ১৯৯৬ থেকে ২০০১ সাল। সেসময় অবশ্য় তালেবানদের শাসনামল ছিল। তখন পাকিস্তানি শরণার্থী ক্যাম্পে থাকা আফগানদের মাধ্যমে আফগানিস্তানে ক্রিকেট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শিনওয়ারি বলেন, ‘আমাদের ক্রিকেটের অগ্রযাত্রাটা তালেবান আমলেই। যদিও পেশওয়ারে আটকে থাকা শরণার্থীদের মাধ্যমে ক্রিকেট এখানে এসেছে।’

আফগান ক্রিকেট বোর্ডের অফিস খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘এটা ভালো বিষয় যে, সব কিছু স্বাভাবিক হচ্ছে। আমরা আগামীকাল (মঙ্গলবার, ১৭ আগস্ট) থেকে অফিস শুরু করবো। এছাড়াও পাকিস্তানের সিরিজের জন্য ক্যাম্প শুরু করা হবে।’

ক্যাম্পে সকল ক্রিকেটার থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের চার-পাঁচজন ক্রিকেটার ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেশের বাইরে আছে। এসব ক্রিকেটার ছাড়া সবাই কাবুলেই আছে। তাদেরকে নিয়েই ক্যাম্প শুরু করা হবে।’

সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আসাদুল্লাহ খান। তখন থেকেই সবার ধারণা ছিল, তালেবান শাসনামলে আফগান ক্রিকেট বেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রধান নির্বাহী নিশ্চিত করেন যে, কিছুদিনের মধ্যেই প্রধান নির্বাচক আসবেন এবং দুই বছরের মধ্যে আফগান ক্রিকেটের সকল সমস্যার সমাধান হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানে থাকা পরিবার নিয়ে চিন্তিত রশিদ খান

আফগানিস্তানে থাকা পরিবার নিয়ে চিন্তিত রশিদ খান

শীঘ্রই বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে আফগানিস্তান

শীঘ্রই বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে আফগানিস্তান

আফগানিস্তান সিরিজ স্থগিত, আইপিএল খেলতে বাধা নেই অজি ক্রিকেটারদের

আফগানিস্তান সিরিজ স্থগিত, আইপিএল খেলতে বাধা নেই অজি ক্রিকেটারদের

ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই তিরস্কৃত জাইডেন সিলস

ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই তিরস্কৃত জাইডেন সিলস