টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপে ছয় অলরাউন্ডার নিয়ে দল দিলো আফগানিস্তান। ১৭ সদস্যের দলে তিন স্পিন ও তিন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপ খেলবে রশিদ-নবীরা। এশিয়া কাপে আফগানিস্তানের নেতৃত্বও দেবেন রশিদ খান।
রোববার (২৪ আগস্ট) সকালে (বাংলাদেশ সময়) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে এশিয়া কাপের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৭ সদস্যের মূল দলের সাথে আরও ৩ জনকে রিজার্ভ হিসেবেও রেখেছে তারা।
অধিনায়ক রশিদ খান ছাড়া ঘোষিত দলে বাকি দুই স্পিন অলরাউন্ডার হলেন- মোহাম্মদ নবী এবং শরফউদ্দিন আশরাফ। এছাড়া তিন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এশিয়া কাপ খেলতে যাবেন আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত এবং গুলবদিন নাইব।
আফগানিস্তার ক্রিকেট দল বরারবই স্পিন বিভাগে বেশ শক্তিশালী একটি দল। এশিয়া কাপে মুজিব উর রেহমান, নুর আহমেদের সঙ্গে স্পিনার আল্লাহ গজনফর থাকাও সেই শক্তি আরও বেড়িছে আফগানদের। এছাড়া দলে আরও তিনজন পেসার রয়েছেন, তারা হলেন- নাভিন উল হক, ফজলহক ফারুকি এবং ফরিদ মালিক।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপের হয়ে খেলবে আফগানিস্তান। গ্রুপে বাকি প্রতিপক্ষরা হলো- বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই হংকংয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।
এছাড়া এশিয়া কাপের আগে পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান।
এশিয়া কাপে আফগানিস্তান দল
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, গুলবদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক (উইকেটরক্ষক), আল্লাহ গজনফর, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি এবং নাভিন উল হক।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমেদজাই।