রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেকে চেনালেন ওমানের জাতিন্দর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১
রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেকে চেনালেন ওমানের জাতিন্দর

ক্যারিয়ারের প্রথম ১১ ওয়ানডে খেলে সর্বোচ্চ মাত্র ৬২! সেই জাতিন্দর সিংই কিনা উপহার দিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। মাস্কাটে নেপালের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ টু- এর ম্যাচে এ রেকর্ড গড়েন জাতিন্দর।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আইসিসি লিগ টু- এর ম্যাচে ওমানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে নেপাল। সেখানে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায় নেপাল। ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাতিন্দরের ব্যাটিং তান্ডবে সহজেই ম্যাচ নিজের করে নেয় ওমান।

মঙ্গলবার মাস্কাটে ৬০ বলে সেঞ্চুরি করেন জাতিন্দর সিং। আইসিসি সহযোগী দেশগুলো ব্যাটসম্যানদের মধ্যে এটিই দ্রুততম সেঞ্চুরি। সহযোগী থাকা অবস্থায় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য কেভিন ও’ ব্রায়েন। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে ৫০ বলে সেঞ্চুরি করেন তিনি। তবে এখন আয়ারল্যান্ড পূর্ণ সদস্যের দেশ হওয়ায় এ রেকর্ডের মালিক জাতিন্দর সিং।

জাতিন্দারের আগে এ রেকর্ডের মালিক ছিলেন কানাডার জন ডেভিডসন। ২০০৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ বলে সেঞ্চুরি করেছেন তিনি।

ডেভিডসনকে ছাড়িয়ে যাওয়ার পথে জাতিন্দারের প্রথম ওভার থেকেই ঝড় শুরু করেন। কারান কেসির বলে টানা ফিফটিতে মাত্র ২১ বলে
হাফ সেঞ্চুরি পূর্ন করেন তিনি। ২০ বলে হাফ সেঞ্চুরি করে সহযোগী দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক স্কটিশ ব্যাটসম্যান রিচি বেরিংটন।

হাফ সেঞ্চুরির পরে আরও ভয়ংকর হয়ে উঠেন জাতিন্দর সিং। যখন তার ব্যক্তিগত সংগ্রহ ৪০ বলে ৯০ রান, তখন থেকেই দেখেশুনে খেলা শুরু করেন জাতিন্দর সিং। ৯০ থেকে ১০০ পূর্ণ করতে খেলেন ২০ বল।

সেঞ্চুরির পরের বলে বাউন্ডারি মেরেই প্যাভিলিয়নে ফেরেন জাতিন্দর। ফেরার আগে ৬২ বলে ১২ চার এবং ৬ ছক্কায় ১০৭ রান করেন তিনি। পাশাপাশি ওমান ১১৩ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সবধরনের ক্রিকেট থেকে মালিঙ্গার অবসর ঘোষণা

সবধরনের ক্রিকেট থেকে মালিঙ্গার অবসর ঘোষণা

আইচের সেঞ্চুরি, আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

আইচের সেঞ্চুরি, আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা

দেড় যুগ পর পাকিস্তান সফর, নিরাপত্তায় খুশি নিউজিল্যান্ড

দেড় যুগ পর পাকিস্তান সফর, নিরাপত্তায় খুশি নিউজিল্যান্ড