ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান।

সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের আগে নিজ বাসভবনে ক্রিকেটারদের সাথে এক সৌজন্য সাক্ষাতে দেশের দলকে শুভকামনা জানান ইমরান খান।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদেরকে হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এ হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

তিনি বলেন, ‘পাকিস্তানের বর্তমান দলটি বিশ্বকাপের মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সকলকে পারফরমেন্স করতে হবে। নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিতে হবে ক্রিকেটারদের।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলেও খুব শীঘ্রই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে জানান ইমরান। বলেন, ‘পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।’

ইমরানের মতো একই সুরে কথা বলেছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। বিশ্বকাপের মঞ্চে ঢেলে দিয়ে সাফল্যকে সঙ্গী করতে বাবরদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের