বিশ্বকাপে অ্যালেনের স্বপ্নভঙ্গ, ক্যারিবিয়ান স্কোয়াডে আকিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ এএম, ২১ অক্টোবর ২০২১
বিশ্বকাপে অ্যালেনের স্বপ্নভঙ্গ, ক্যারিবিয়ান স্কোয়াডে আকিল

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু আগেই ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছে আকিল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফ্যাবিয়ান অ্যালেনের বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার আকিল হোসেন। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে স্কোয়াডে বদল এনেছে ওয়েস্ট ক্রিকেট বোর্ড।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন ফ্যাবিয়ান অ্যালেন। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত ফর্মে ছিলেন ফ্যাবিয়ান অ্যালেন। এছাড়াও ঘরের মাঠে সর্বশেষ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও নিয়মিত ক্যারিবিয়ান একাদশে ছিলেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে গোড়ালির চোটে পড়েন অ্যালেন। তাই তো বিশ্বকাপে মঞ্চে মাঠে নামা হচ্ছে না। তার বদলি হিসেবে ডাক পাওয়া লেগ স্পিনার আকিল হোসেনও রয়েছেন দুর্দান্ত ফর্মে।

সর্বশেষ সিপিএলে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিনের সাথে জুটি বেঁধে প্রতিপক্ষকে বেশ ভুগিয়েছিলেন। সেখানে ভালো খেলার পুরষ্কার স্বরুপ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে রিজার্ভ হিসেবে ডাক পেয়েছিলেন। তবে অ্যালেনের ইনজুরির কারণে বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন। দলের সাথে রিজার্ভ হিসেবে থাকায় তার জন্য আলাদা করে কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আকিল হোসেনের জায়গায় রিজার্ভ হিসেবে যোগ দিবেন গুদাকেশ মোতিই। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯ ওয়ানডে এবং ৬ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন আকিল হোসেন। ওয়ানডে ক্যারিয়ারে ১৪ উইকেট শিকার করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও উইকেট শিকার করেননি তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘সাইফ-মাহেদীর বোলিং ম্যাচের টার্নিং পয়েন্ট’

‘সাইফ-মাহেদীর বোলিং ম্যাচের টার্নিং পয়েন্ট’

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

ফাইট করতে স্কোর ১৭০ দরকার : সাকিব

ফাইট করতে স্কোর ১৭০ দরকার : সাকিব