৫২ দল নিয়ে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ এএম, ১০ নভেম্বর ২০২১
৫২ দল নিয়ে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

৫২টি দল নিয়ে শুরু হচ্ছে ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার (১০ নভেম্বর) থেকে পল্টন ময়দানের মাঠে গড়াবে সাংবাদিকদের এ ক্রিকেট আসর।

টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে মোট ৫২টি দল অংশগ্রহণ করছে। দল সংখ্যা অধিক হওয়ায় চারটি গ্রুপে ছয় দল ও অন্য চার গ্রুপে সাত দল খেলবে। গ্রুপপর্বের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে।

আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল শেষে সেমি-ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। সিক্স এ সাইড খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর পল্টন ময়দানে।

সংবাদ সম্মেলনে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সবসময়ই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণভাবে ডিআরইউর পাশে থাকে।

ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া কাপ কাল (বুধবার) থেকে শুরু হচ্ছে। এখানে ৫২টি দল অংশগ্রহণ করছে। সাধারণত এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ক্রিকেটের নিউজ করেন। এখন আমরা দেখবো তারাই ক্রিকেট খেলছেন। উৎসবমূখর পরিবেশে টুর্নামেন্টি শেষ হবে বলে আশা করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফার বাড়িয়া, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা প্রমুখ উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

ভালো-খারাপ হতেই পারে, দল ঘুরে দাঁড়াবে : তৌহিদ হৃদয়

ভালো-খারাপ হতেই পারে, দল ঘুরে দাঁড়াবে : তৌহিদ হৃদয়

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তদন্ত কমিটি