সেমি-ফাইনাল লড়াইয়ে নিউজিল্যান্ডের টস জয়, ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১১ নভেম্বর ২০২১
সেমি-ফাইনাল লড়াইয়ে নিউজিল্যান্ডের টস জয়, ব্যাটিংয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

বুধবার (১০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মাঠে নেমেছে দুই দল। টানা দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। এছাড়াও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড।

অপরদিকে নিউজিল্যান্ড কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। 

সেমি-ফাইনালের এ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড একাদশে রয়েছে এক পরিবর্তন। ইনজুরি আক্রান্ত জেসন রয়ের পরিবর্তে একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস। নিউজিল্যান্ড একাদশে নেই কোনো পরিবর্তন।

ইংল্যান্ড একাদশ
জশ বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান, স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ এবং মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ডেরিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল সান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি এবং ট্রেন্ট বোল্ট।

 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোহিত শর্মা অধিনায়ক, সহ-অধিনায়ক কেএল রাহুল

রোহিত শর্মা অধিনায়ক, সহ-অধিনায়ক কেএল রাহুল

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড

ডাচদের বিপক্ষে প্রোটিয়া স্কোয়াডে নেই নিয়মিত ছয় ক্রিকেটার

ডাচদের বিপক্ষে প্রোটিয়া স্কোয়াডে নেই নিয়মিত ছয় ক্রিকেটার

আশরাফুলের বোলিং অ্যাকশনে সন্দেহ

আশরাফুলের বোলিং অ্যাকশনে সন্দেহ