বিপিএল অভিজ্ঞতায় বাংলাদেশকে কাবু করেছেন হাসান আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২২ এএম, ২১ নভেম্বর ২০২১
বিপিএল অভিজ্ঞতায় বাংলাদেশকে কাবু করেছেন হাসান আলি

বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের নায়ক পাকিস্তানের পেসার হাসান আলি। বল হাতে ২২ রানে ৩ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচ সেরা। নিজের এমন পারফরমেন্সের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) কৃতিত্ব দিয়েছেন হাসান। হাসানের বোলিং নৈপুন্যে ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে গেছে পাকিস্তান।

দুঃস্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিলেন হাসান। কারণ, তার ক্যারিয়ারের আগের ম্যাচটিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে বল হাতে ৪ ওভারে ৪৪ রান দিয়েছিলেন হাসান।

বিশ্বকাপে ফিল্ডারও হিসেবে ব্যর্থ ছিলেন হাসান আলি। গুরুত্বপূর্ণ সময়ে অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু ওয়েডের ক্যাচও ফেলেন হাসান। শেষ পর্যন্ত ১৭ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলে সেমিতে থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত করেন ওয়েড।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে হাসান বলেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার পারফমেন্স আশনুরুপ ছিল না। কিন্তু ভক্তরা আমাকে সমর্থন অব্যাহত রেখেছে এবং আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

হাসান আলি আরও বলেন, ‘ঢাকায় আসার পর নিজের দুর্বলতা নিয়ে কাজ করেছি এবং এটি আমার কঠোর পরিশ্রমের ফসল। আমি এ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাকিস্তান ক্রিকেট ভক্তদের উৎসর্গ করতে চাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিপিএলে এখানে খেলেছি এবং আমি জানি এটি ধীরগতির পিচ। তাই আমি স্টাম্প টু স্টাম্প বল করে উইকেট পেয়েছি।’

ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। স্বল্প পুঁজি নিয়েও বাংলাদেশ ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নিতে পারায় টাইগারদের প্রশংসা করেন হাসান।

১২৮ রানের জবাবে ৬ ওভারের মধ্যে ২৪ রান তুলতে ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান ফখর জামান ও খুশদিল শাহ। পরবর্তীতে সপ্তম উইকেটে ১৫ বলে অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন শাদাব ও নাওয়াজ।

হাসান আলি বলেন, ‘ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ সব সময়ই শক্তিশালী প্রতিন্দ্বন্দি। তারা দারুণ ক্রিকেট খেলেছে। আমাদের দল একটা ইউনিটের মতো খেলছে। খুশদিল শাহ এবং মোহাম্মদ নাওয়াজ সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লা লিগার সর্বনিন্ম বেতনে বার্সায় দানি আলভেস

লা লিগার সর্বনিন্ম বেতনে বার্সায় দানি আলভেস

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ