টেস্টকে বিদায় বললেন ডি কক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ এএম, ৩১ ডিসেম্বর ২০২১
টেস্টকে বিদায় বললেন ডি কক

সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে টেস্ট হেরেছে দক্ষিণ আফ্রিকা। শুধু হার নয়, বিশাল ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। এ টেস্টের পরই আরও বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা শিবির। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।

আগেই জানিয়েছিলেন, সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে থাকবেন না ডি কক। এই ছুটি শুরুর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। ডি ককের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে কুইন্টন ডি কক বলেছেন, ‘আমার জন্য সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। দীর্ঘদিন ভাবনা চিন্তার পর এ সিদ্ধান্তটা নিয়েছি। আমার মনে হয়েছে এখন শাশাকে (ডি ককের স্ত্রী) সময় দেওয়া উচিত।’

প্রোটিয়াদের হয়ে ৫৪ টেস্ট খেলে ৩৮.৮২ গড়ে ৩৩০০ রান করেছেন কুইন্টন ডি কক। এছাড়াও উইকেটের পিছনে দাঁড়িয়ে ২৩২ টি ডিসমিসাল করেছেন তিনি।

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সামিল না হতে চাওয়ায় সমালোচনার শিকার হয়েছিলেন ডি কক। একই ঘটনায় তাকে এক ম্যাচে একাদশে বাইরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। পরে অবশ্য সবার কাছে ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এরপরেই ক্রিকেটে তার ভবিষ্যত নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছিল। তবে ওই ঘটনার প্রভাব পড়েনি। সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা দলে।

এরপরেই টেস্ট ক্রিকেটকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানালেন কুইন্টন ডি কক। তিনি জানান, অনাগত সন্তান এবং পরিবারকে আরও বেশি সময় দিতে আগ্রহী তিনি।

ডি কক বলেন, ‘কিছুদিনের মধ্যে আমার প্রথম সন্তান আসবে। আমি পরিবারকে আরও বেশি সময় দিতে চাই। আমি টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছিলাম। তবে পরিবারকেও সময় দেওয়াটা জরুরি। আমার কাছে ক্রিকেট এবং পরিবার দুইটাই গুরুত্বপূর্ণ।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়

সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়

সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড

সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড

নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাতিল করলো দক্ষিণ আফ্রিকা

নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাতিল করলো দক্ষিণ আফ্রিকা

দর্শকশূন্য মাঠে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই 

দর্শকশূন্য মাঠে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই