আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব সহায় ছিল না: বিজয়

টেবিলের তলানিতে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর থেকে বিদায় নিয়েছে সিলেট সানরাইজার্স। গ্রুপপর্বের সবগুলো ম্যাচেই ছিলেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। ব্যাট হাতে বিজয়ের পারফর্ম মোটামুটি থাকলেও দলগত পারফর্মেন্সে পিছিয়ে ছিল সিলেট। তাই টেবিলের তলানিতে থেকেই শেষ করতে হয়েছে বিপিএলের অষ্টম আসর।

বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়েছিল সিলেট সানরাইজার্স। এছাড়াও সিলেটের হয়ে খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদের মতো দেশি ক্রিকেটাররা।

এছাড়াও তাদের সাথে ছিলেন কলিন ইনগ্রাম, রবি বোপারাদের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার। তবুও বিপিএলে মাত্র এক জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

বিপিএল থেকে বিদায় নেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় বলেন, ‘সব মিলিয়ে এই বিপিএল ছিল আমার জন্য খুবই শিক্ষণীয়, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।’ 

দল নিজেদের সেরাটা দিতে পারেনি বলেও আফসোস করেছেন তিনি। বলেন, ‘এবার আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, ভাগ্য খুব একটা সহায় ছিল না। এই দুঃসময়ে যারা আমাদের পাশে থেকেছেন তাদের জন্য আমাদের অনেক ভালোবাসা। তারা নিজের যতটা হতাশ, আমরা খেলোয়াড়রা আরও বেশি হতাশ হয়েছি।’ 

বিপিএলে দল ভালো না খেললেও ব্যাট হাতে মোটামুটি পারফর্ম করেন তিনি। ব্যাট হাতে এক হাফ সেঞ্চুরিতে করেছেন ২৭৪ রান। এছাড়াও উইকেটের পিছনেও দারুণ কার্যকরী ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটার।

নিজের পারফর্মেন্সের জন্য সিলেট সানরাইজার্সের কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন এনামুল হক বিজয়। বলেন, ‘সিলেট সানরাইজার্সের সকল কোচিং স্টাফদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সেরাটা তুলে ধরার জন্য কঠোর পরিশ্রম করেছেন। দলের সকল খেলোয়াড়দের অনেক ধন্যবাদ যারা খুব সহায়ক উপায়ে সমস্ত মুহূর্ত কাটিয়েছেন।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের চার দল

চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের চার দল

আইপিএলে দিল্লির হয়ে খেলবেন  মোস্তাফিজ

আইপিএলে দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ

আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত তাসকিন

আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত তাসকিন

বিপিএলে দর্শক ফেরাতে চায় বিসিবি, অপেক্ষা সবুজ সঙ্কেতের

বিপিএলে দর্শক ফেরাতে চায় বিসিবি, অপেক্ষা সবুজ সঙ্কেতের