আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর দেশের মাটিতে আফগানদের আতিথ্য দিবে টাইগাররা। বিপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ। তবে ইনজুরি কাটিয়ে শুরু করেছে রিহ্যাব সেশন। আফগানিস্তান সিরিজের আগেই দলে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বিপিএলের অষ্টম আসরে সিলেট সানরাইজার্সের হয়ে খেলছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে চার ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি। বিপিএলে দলের সাথে থাকলেও আলাদা করে নিজেকে ফিট করে যাচ্ছেন তাসকিন। এখন লক্ষ্য আফগানিস্তান সিরিজের আগে নিজেকে প্রস্তুত করা। এমনটাই জানিয়েছেন তাসকিন।

এ উদ্দেশ্য অনুশীলনে বোলিং শুরু করেছেন তাসকিন। বোলিং করার সময় ব্যথ্যা অনুভূত না হওয়ায় শঙ্কাহীন বলে জানিয়েছে তাসকিন। 

তিনি বলেন, ‘আশা করি টেনশন করা লাগবে না। আজকের বোলিং সেশনে নিজের প্রতি নিজের কনফিডেন্স আরও বাড়ছে। একটা জায়গায় ব্যাথা লাগলে একটু জড়টা কাজ করতো। সেটা আল্লাহ রহমতে গেছে।’

‘সো আশা করি, সামনের সেশনগুলো করতে পারলে আরও ভয় কাটবে, কনফিডেন্স বাড়বে। আমার বিশ্বাস আফগানিস্তান সিরিজ নিয়ে শঙ্কার কিছু নাই। যদি সেখানে আমাকে বিবেচনা করা হয়, আশা করি ফিট থাকবো।’- বলেন তাসকিন।

এখনও বিপিএলের দল সিলেট সানরাইজার্সের সাথে থাকলেও জাতীয় দলের ট্রেনার এবং ফিজিওদের পরামর্শ মেনে কাজ করছেন তিনি। 

বলেন, ‘রানিং-জিম, রিহ্যাব প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। আমাদের ট্রেইনার এবং ফিজিওর আন্ডারে আমি প্রোগ্রাম করছি। সবসময় আমার সাথে যোগাযোগ রাখছেন। আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই। আফগানিস্তান সিরিজে শঙ্কা হবে তখনও আসলে চিন্তা করা হয় নাই। ওইটা নিয়ে ইনশাল্লাহ শঙ্কা হবে না আশা করছি। সামনের সেশনগুলো যদি ভালো যায়, আরও ভালো ফিল করবো।’ 

আফগানিস্তান সিরিজ এগিয়ে এলেও এখনও জাতীয় দলের বোলিং কোচ নিয়োগ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচ না থাকলেও নিজের মতো প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন তাসকিন।

তিনি বলেন, ‘বোলিং ওয়াইজ নিজের ব্যাসিক জিনিসগুলাই মাথায় রাখছি। এখন বিপিএল চলতেছে আমাদের সব কোচরাই এখন ব্যস্ত। এখন একাই মার্কার দিয়ে স্পট বোলিং, নিজে যা জানি সেগুলো নিয়েই কাজ করতেছি। আমার এখন প্রধান লক্ষ্য, ফিটনেস। সেটা নিয়েই কাজ করতেছি।’

আরও বলেন, ‘ছাড়া বোলিং করতে পারতেছি। এটা আমার জন্য অনেক কিছু। আর বোলিংয়ে নিজের ব্যাসিক জিনিস নিয়েই কাজ করতেছি। লাইন লেন্থ রিদম। আর কোচ যে আসবেন,ভালো কোচই আসবেন। তার কাছ থেকে সেরা জিনিস আদায় করবো, এটাই লক্ষ্য থাকবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে সাকিবকে কিনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি

আইপিএলে সাকিবকে কিনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি

২২ সদস্যের দল নিয়ে ঢাকা আসছে আফগানিস্তান

২২ সদস্যের দল নিয়ে ঢাকা আসছে আফগানিস্তান

সিডন্সই হচ্ছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ

সিডন্সই হচ্ছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনিশ্চিত সাকিব

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনিশ্চিত সাকিব