নিলাম শেষে কেমন হলো আইপিএলের দশ দলের স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
নিলাম শেষে কেমন হলো আইপিএলের দশ দলের স্কোয়াড

শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। ১৪তম আসরের পর দলগুলোর সামনে কয়েকজন ক্রিকেটার ধরে রাখার সুবিধা ছিল। তাই ১৫তম আসরের আগে অনুষ্ঠিত হয়েছে মেগা নিলাম। এ নিলাম থেকে নিজেদের দলকে আবারও নতুন করে সাজিয়ে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

আইপিএলের ১৫তম আসর থেকে যুক্ত হচ্ছে নতুন দুইটি দল। তাই ১৫তম আসর থেকে আইপিএলে দেখা যাবে ১০ দলের লড়াই। আইপিএলের নিলামের আগে তাই ১০ দল মোট ৩৩জন ক্রিকেটারকে ধরে রেখেছিল। আর বাকি ক্রিকেটারদের কিনেছে নিলাম থেকে।

আইপিএলের ১৫তম আসরের আগে অনুষ্ঠিত নিলামে ফ্রাঞ্চাইজিগুলো খরচ করেছে ৫৫১ কোটি ৭০ লাখ রুপি! সবার পকেটে অর্থ অবশিষ্ট থাকলেও নতুন ফ্রাঞ্চাইজি লাক্ষ্মৌ সুপার জায়ান্টের হাতে নেই কোনো অর্থ।

আইপিএলের মেগা নিলাম থেক ২০৪ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। এর মধ্যে ১৩৭ জন ভারতীয় এবং ৬৭জন বিদেশি ক্রিকেটার।

আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো স্কোয়াড-

চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রায়ডু, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, রবিন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, মাহেশ থিকশানা, এন জগদিশান, হারি নিশান্থ, শুভ্রাংশু সেনাপতি, মুকেশ চৌধুরী, সিমরানজিত সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার, ভগত ভার্মা, প্রশান্ত সোলাঙ্কি, ক্রিস জর্ডান, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভন কনওয়ে, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার।

দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পান্থ, সরফরাজ খান, কেএস ভারত, মানদ্বীপ সিং, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, আনরিখ নরকিয়া, কমলেশ নাগরকোটি, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, অশ্বিন হেব্বার, রিপাল প্যাটেল, যশ ধুল, ভিকি অস্তোয়াল, লুঙ্গি এনগিদি, টিম সেইফার্ট, প্রবীন দুবে, রভম্যান পাওয়েল ও ললিত যাদব।

গুজরাট টাইটান্স
শুভমান গিল, জেসন রয়, ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহার, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, রাহুল তেওয়াটিয়া, ডমিনিক ড্রেকস, রাশিদ খান, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, যশ দায়াল, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নুর আহমেদ, আলজারি জোসেফ, প্রদীপ সাংওয়ান, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, গুরকিরাত সিং ও বি সাই সুদর্শন।

কলকাতা নাইট রাইডার্স
ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা, শ্রেয়াস আইয়ার, শেলডন জ্যাকসন, আজিঙ্কা রাহানে, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, শিভাম মাভি, বরুণ চক্রবর্তী, স্যাম বিলিংস, অনুকুল রায়, রাশিখ সালাম, অভিজিত তোমার, প্রথম সিং, আমান খান, রমেশ কুমার, আশোক শর্মা, টিম সাউদি, অ্যালেক্স হেলস, মোহাম্মদ নবি, উমেশ যাদব, বি ইন্দ্রজিত ও চামিকা করুণারত্নে। 

লক্ষ্মৌ সুপার জায়ান্টস
লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, মনীশ পান্ডে, দীপক হুদা, মার্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণয়, আবেশ খান, মার্ক উড, দুশমান্থ চামিরা, অঙ্কিত রাজপুত, শাহবাজ নাদিম, মানান বোহরা, মহসিন খান, আয়ুশ বাদুনি, কারান শর্মা, মায়াঙ্ক যাদব, কাইল মায়ের্স, এভিন লুইস।

মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা, ঈষাণ কিষান, সুরিয়াকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, কাইরন পোলার্ড, জাসপ্রীত বুমরাহ, এম অশ্বিন, বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, সঞ্জয় যাদব, রামানদ্বীপ সিং, আরিয়ান জুয়েল, অর্জুন টেন্ডুলকার, তিলক বার্মা, ঋত্বিক শকিন, রাহুল বুদ্ধি, আরশাদ খান, তাইমাল মিলস, জফরা আর্চার, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যানিয়াল সামস, আনমোলপ্রীত সিং, টিম ডেভিড ও রাইলি মেরেডিথ।

পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, ওডিন স্মিথ, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদ্বীপ সিং, ইশান পোরেল, স্বন্দ্বীপ শর্মা, অথর্ব তাইড়ে, ভীভভ আরোরা, আনশ প্যাটেল, রাজ বাওয়া, বেনি হাওয়েল, রিশি ধাওয়ান, ভানুকা রাজাপাকশে, বালতেজ সিং, ঋত্বিক চ্যাটার্জি, নাথান এলিস ও প্রেরাক মানকাড়।

রাজস্থান রয়্যালস
দেবদূত পাডিকাল, যশ্বস্বী জয়সাওয়াল, সাঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমেয়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজব্রেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা, কেসি চারিয়াপ্পা, নবদ্বীপ সাইনি, তেজাস বারোকা, আনুনয় সিং, কুলদিপ সেন, ধুব জুরেল, কুলদ্বীপ যাদব, শুভম গারোয়াল, নাথান কোল্টার নিল, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, জিমি নিশাম, ড্যারিল মিচেল, করুন নায়ার ও ওবেদ ম্যাকয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
ফাফ ডু প্লেসিস, ভিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হারশাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, সুয়াশ প্রভুদেসাই, লুভনিত সিসোডিয়া, অনেশ্বর গৌতম, জেসন বেহরেন্ডর্ফ, কারান শর্মা, ডেভিড উইলি, সিদ্ধার্থ কল, চামা মিলিন্দ, মাহিপাল লোমরোর, শেরফানে রাদারফোর্ড ও ফিন অ্যালেন।

সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, প্রিয়ম গার্গ, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, জে সুচিত, শ্রেয়াস গোপাল, কার্তিক তিয়াগি, টি নটরাজন, উমরান মালিক, সৌরভ দুবে, শশাঙ্ক সিং, শন অ্যাবট, আর সমর্থ, রোমারিও শেফার্ড, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস ও ফজল হক ফারুকি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিলাম ঘরের ত্রাণকর্তা চারু শর্মা

নিলাম ঘরের ত্রাণকর্তা চারু শর্মা

যুব বিশ্বকাপ মাতিয়ে আইপিএলে কোটিপতি ব্রেভিস

যুব বিশ্বকাপ মাতিয়ে আইপিএলে কোটিপতি ব্রেভিস

আমি চেন্নাইয়ের হয়েই খেলতে চেয়েছিলাম : দীপক চাহার

আমি চেন্নাইয়ের হয়েই খেলতে চেয়েছিলাম : দীপক চাহার

দিল্লিতে মোস্তাফিজের সঙ্গী চেতন সাকারিয়া

দিল্লিতে মোস্তাফিজের সঙ্গী চেতন সাকারিয়া