ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যকে ‘ভুল’ মানছেন গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৮ মার্চ ২০২২
ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যকে ‘ভুল’ মানছেন গাভাস্কার

শেন ওয়ার্নের মৃত্যুর পর সবাই তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন। ইতিহাসের সেরা এই লেগ স্পিনারকে নিয়ে সবাই তার সেরা স্মৃতিগুলোকেই তুলে এনেছেন। তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার করেছেন উল্টো মন্তব্য। জানিয়েছিলেন, ওয়ার্নকে তিনি ইতিহাসের সেরা স্পিনার মানেন না।

ওয়ার্নকে নিয়ে বাজে মন্তব্যের পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন সুনীল গাভাস্কার। অবশ্য শেষমেশ এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে গাভাস্কার জানান, ওয়ার্ন কোনোভাবেই ইতিহাসের সেরা স্পিনার নন। এর কারণ হিসেবে উল্লেখ করেন ভারতের বিপক্ষে তার সাদামাটা পারফর্মেন্স।

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের রেকর্ড দেখুন। সাধারণ ছিল। নাগপুরে মাত্র একবার পাঁচ উইকেট পেয়েছে। ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে তার সাফল্য নেই বললেই চলে। সেই সময়ে ভারতীয় খেলোয়াড়রা খুব ভালো স্পিন খেলত। আমার মনে হয় না আমি তাকে সেরা বলব। ভারতের বিরুদ্ধে মুত্তিয়া মুরালিধরন যত সাফল্য পেয়েছে, তার ভিত্তিতে আমি তাকে আমার বইয়ে ওয়ার্নের উপরে স্থান দেব।’

এই মন্তব্যের পরই সমালোচনার মুখে পড়েন সুনীল গাভাস্কার। এরপরেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নিজের ভুল স্বীকার করে নেন গাভাস্কার।

তিনি বলেন, ‘গত সপ্তাহ ক্রিকেটের জন্য বেদনাময় ছিল। আমরা দুই আইকনিক ক্রিকেটার রড মার্শ এবং শেন ওয়ার্নকে হারিয়েছি। একজন আমার কাছে জানতে চেয়েছিল শেন ওয়ার্ন সেরা স্পিনার কিনা। আমি আমার নিজের বক্তব্য দিয়েছি।’

নিজের ভুল স্বীকা করে গাভাস্কার বলেন, ‘শেষ পর্যন্ত এটাই বলা যায়, এই সময় প্রশ্নটা সঠিক ছিল না বা আমার উত্তর দেওয়া উচিত হয়নি। সেই মুহূর্তটা কোনো তুলনা বা সমালোচনা করার মতো না। ওয়ার্ন ক্রিকেটের মান বৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন। আর রড মার্শ উইকেটের পিছনে সেরা ছিলেন। তাদের আত্মার শান্তি কামনা করি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

শেন ওয়ার্নকে ‘বাঁচাতে’ বন্ধুরা ২০ মিনিট চেষ্টা করেছিল

শেন ওয়ার্নকে ‘বাঁচাতে’ বন্ধুরা ২০ মিনিট চেষ্টা করেছিল

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড

রড মার্শের ‘সঙ্গী’ হলেন ওয়ার্ন

রড মার্শের ‘সঙ্গী’ হলেন ওয়ার্ন