শেন ওয়ার্নকে ‘বাঁচাতে’ বন্ধুরা ২০ মিনিট চেষ্টা করেছিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৫ মার্চ ২০২২
শেন ওয়ার্নকে ‘বাঁচাতে’ বন্ধুরা ২০ মিনিট চেষ্টা করেছিল

ওপারে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবার এ বিষয়ে গোপনীয়তা রক্ষা করায় এখনও তার মৃত্যু নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। এর মধ্যেই থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে তাকে ২০ মিনিট ধরে সিপিআর দেওয়ার চেষ্টা চলছিল। তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডে নিজ ভিলায় মারা যান শেন ওয়ার্ন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করছে থাইল্যান্ড পুলিশ।

তিন মাসের ছুটি কাটাতে থাইল্যান্ডে অবস্থান করছিলেন শেন ওয়ার্ন। সেখানেই তার মৃত্যু হয়। থাইল্যান্ডে নিজ ভিলায় চার বন্ধুর সাথে অবস্থান করছিলেন ওয়ার্ন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সেখানে সিপিআর দেওয়ার চেষ্টা করছিলেন তার বন্ধুরা।

চিকিৎসক ওয়ার্নের ভিলাতে পৌঁছানোর আগ পর্যন্ত তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছিলেন তারা। চিকিৎসকও একই চেষ্টা চালান। প্রায় ২০ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে তাকে বাঁচানো চেষ্টা চলে। তবুও ওয়ার্নকে বাঁচানো সম্ভব হয়নি।

থাইল্যান্ডের গণমাধ্যমে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তার (ওয়ার্ন) বন্ধুরা সিপিআর দিয়েছিল এবং অ্যাম্বুলেন্স ডেকেছিল। অভিজ্ঞ চিকিৎসকরা এসে প্রায় ১০-২০ মিনিট সিপিআর দিয়েছিল। এরপরেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পরই জানা যায় ওয়ার্ন মারা গেছেন।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট এবং ১৯৪ ওয়ানডে খেলা শেন ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছিলেন ১০০১ উইকেট। ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচ, ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন। মৃত্যুকালীন থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্নের লেগ স্পিন শিল্পের ‘সেরা’ আট

ওয়ার্নের লেগ স্পিন শিল্পের ‘সেরা’ আট

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড

রড মার্শের ‘সঙ্গী’ হলেন ওয়ার্ন

রড মার্শের ‘সঙ্গী’ হলেন ওয়ার্ন

লেগ স্পিনে ‘জাদুকর’ শেন ওয়ার্ন

লেগ স্পিনে ‘জাদুকর’ শেন ওয়ার্ন