পৃথক নেতৃত্বে দ.আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০১৮
পৃথক নেতৃত্বে দ.আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা দল

ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের জাতীয় মহিলা দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফর্মেটের জন্য একই দল থাকছে। তবে ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন রুমানা আহমেদ। আর টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব পালন করবেন সালমা খাতুন।

দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে আসন্ন সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রুমানা-সালমারা। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে আগামী ২৮ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ মহিলা দল।

ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ২ মে। ৪ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৯, ১১ ও ১৪ মে।

ওয়ানডে সিরিজ শেষে ১৭ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ১৯ ও ২০ মে হবে সিরিজের শেষ দু’টি টি-টোয়েন্টি। ২১ মে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ দল :
রুমানা আহমেদ (অধিনায়ক ওয়ানডে সিরিজ), সালমা খাতুন (অধিনায়ক টি-টোয়েন্টি সিরিজ), নিগার সুলতানা জোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশেই ১০০ বলের ক্রিকেট

বাংলাদেশেই ১০০ বলের ক্রিকেট

রাজ্জাকের ঘূর্ণি বলের চমকে বিধ্বস্ত বিসিবি নর্থ জোন

রাজ্জাকের ঘূর্ণি বলের চমকে বিধ্বস্ত বিসিবি নর্থ জোন

২৭ বছরের পুরনো ফরম্যাটে বিশ্বকাপ ক্রিকেট

২৭ বছরের পুরনো ফরম্যাটে বিশ্বকাপ ক্রিকেট

শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লিকে ৪ রানে হারালো পাঞ্জাব

শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লিকে ৪ রানে হারালো পাঞ্জাব