দলের জয়ে অবদান রাখাই তাসকিনের ‘মূল লক্ষ্য’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১০ মার্চ ২০২২
দলের জয়ে অবদান রাখাই তাসকিনের ‘মূল লক্ষ্য’

তিন ম্যাচে ওয়ানেড এবং দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুই ফরম্যাটেই দলে রয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ঘরের মাঠে সিরিজ জয়ের ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকাতের ধরে রাখতে চান তিনি। তাসকিনের ইচ্ছা, দলের জয়ে যেন নিজের ভূমিকা থাকে।

টাইগারদের তারকা পেসার তাসকিন আহমেদ মনে করেন, নিজেদের সেরা ক্রিকেট খেললে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনেও জয় পাওয়া সম্ভব। আসন্ন সফরকেও দলের সাম্প্রতিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তবে সিরিজটি খুব চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন।

তাসকিন আহমেদ বলেন, চ্যালেঞ্জিং (সিরিজ) তো হবেই। নিউজিল্যান্ড সফরও চ্যালেঞ্জিং ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতালো। কঠিন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকাতেও জেতা সম্ভব।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকায় তাসকিন মনে করেন, লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারলে টাইগার পেসাররাও সুবিধা আদায় করতে পারবেন। বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় প্রপার স্পোর্টিং উইকেট। এসব জায়গায় বোলার-ব্যাটার দু’জনেরই ভালো করার সুযোগ থাকে।

তবে বলের লাইন-লেন্থ ঠিক রাখতে না পারলে দক্ষিণ আফ্রিকার উইকেটে ভালো করা বেশ কঠিন বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ আরও বেশি। ইভেন বাউন্স থাকে, সুন্দরভাবে ক্যারি করে, ঠিক লাইন-লেন্থে বল না করলে আবার রান লিক হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা আছে, তবে একইসাথে আরও বেশি নিখুঁত হতে হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে নিজের ব্যক্তিগত ইচ্ছা বিষয়ে তাসকিন বলেন, আমি তো সবসময় সেরা বোলার হতে চাই। এবারের সফরেও নিজের আয়ত্ত্বের মধ্যে থেকে সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা, ম্যাচ জেতানোতে। দলের জয়ে যেন আমার ভূমিকা থাকে বা আমি একটা ম্যাচ জেতাতে পারি। ভালো কিছু করতে পারি -এটাই লক্ষ্য।

দক্ষিণ আফ্রিকা সিরিজে আগে নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ডকে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ প্রসঙ্গে তাসকিন বলেন, আমরা অনেক এক্সাইটেড যে উনার (অ‍্যালান ডোনাল্ড) মতো কোচের অধীনে খেলতে পারবো। দেশি বলুন কিংবা বিদেশি, সব কোচেরই থিওরি প্রায় একই। তবে একেকজনের অভিজ্ঞতা একেক রকম। উনার কাছ থেকে যদি কিছু বেশি শেখা যায় সেই চেষ্টাই করবো।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

বৃষ্টির দিনে তাসকিন-জায়েদের দুর্দান্ত বোলিং

বৃষ্টির দিনে তাসকিন-জায়েদের দুর্দান্ত বোলিং

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি