মালিঙ্গাকে টপকে আইপিএলের সেরা উইকেট শিকারী ব্রাভো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ০১ এপ্রিল ২০২২
মালিঙ্গাকে টপকে আইপিএলের সেরা উইকেট শিকারী ব্রাভো

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১৭০ উইকেট নিয়ে এতোদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এক নম্বরে ছিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তাকে টপকে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচেই মালিঙ্গার পাশে বসেছিলেন ব্রাভো। কলকাতার বিপক্ষে তিন উইকেট নিয়ে মালিঙ্গার পাশে বসেছিলেন। লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লঙ্কান কিংবদন্তিকে ছাড়িয়ে গিয়েছেন তিনি।

লাক্ষ্মৌয়ের বিপক্ষে বল হাতে এক উইকেট শিকার করেন ডোয়াইন ব্রাভো। লাক্ষ্মৌয়ের ব্যাটার দীপক হুদাকে প্যাভিলিয়নে ফিরিয়ে মালিঙ্গাকে ছাড়িয়ে যান এই অভিজ্ঞ পেসার।

আইপিএলে ১৫৩ ম্যাচ খেলে ১৭১ উইকেট শিকার করেছেন তিনি। আর দ্বিতীয় স্থানে থাকা লাসিথ মালিঙ্গা ১২২ ম্যাচে নিয়েছিলেন ১৭০ উইকেট।

এরপরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে অমিত মিশ্র (১৬৬), পিযুষ চাওলা (১৫৭) এবং হরভজন সিং(১৫০)। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন। ১৬৮ ম্যাচে তার শিকার ১৪৫ উইকেট।

বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগেই ডোয়াইন ব্রাভোর দেখা মিলে। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিকও তিনি। এখন পর্যন্ত ৫২৪ ম্যাচ খেলে তার শিকার ৫৭৫ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজ মিস করলেও আইপিএলে খেলবেন মার্শ

পাকিস্তান সিরিজ মিস করলেও আইপিএলে খেলবেন মার্শ

মহারাষ্ট্র ‘চাইলেও’ আইপিএলে দর্শক বাড়াতে দ্বিধায় বিসিসিআই

মহারাষ্ট্র ‘চাইলেও’ আইপিএলে দর্শক বাড়াতে দ্বিধায় বিসিসিআই

পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব ৬.৬১ বিলিয়ন ডলার!

পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব ৬.৬১ বিলিয়ন ডলার!

আয়ুশ বাদোনি : আইপিএল অভিষেক হিরো 

আয়ুশ বাদোনি : আইপিএল অভিষেক হিরো