শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৯ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

এশিয়ার মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে দ্বিধায় পড়ে গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফলে সিদ্ধান্ত গড়িয়েছে আইসিসির বৈঠকে।

বর্তমানে দুবাইতে চলছে আইসিসির বোর্ড সভা। সেখানেই আলোচনার এক ফাঁকে এশিয়া কাপ নিয়ে কথা হতে পারে।। এসিসির সভাপতি জয় শাহ সহ সকল সদস্য বর্তমানে দুবাইতে রয়েছেন। ফলে আলোচনা বেশ সহজ হবে। তবে এশিয়া কাপ কোন পথে যাবে সে বিষয় এখনো কিছু জানা যায়নি।

চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের এবারের আসর। শ্রীলঙ্কায় এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠার কথা ছিল ২৭ আগস্ট। টুর্নামেন্টে শেষের তারিখ ছিল ১১ সেপ্টেম্বর।

এবারের আসরের ফরম্যাটে আনা হয়েছে ভিন্নতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটের আদলে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ২০১৮সালে সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে।

২০২০ সালে অনুষ্ঠিত হবার কথা ছিল এশিয়া কাপের ১৫তম আসর। করোনা ভাইরাসের কারণে সেটা পিছিয়ে যায়। এরপর সেটা ২০২১ সালের জুনে আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নেওয়ায় সেই আসরও স্থগিত করা হয়। স্থগিত আসরটি ২০২৩ সালে অনুষ্ঠিত হবে।

এবারের আসরের এশিয়া কাপ হবে ছয় দলের। এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি সহযোগী সদস্য দেশ অংশগ্রহণ করার সুযোগ পাবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কায়, চূড়ান্ত হলো সূচি

২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কায়, চূড়ান্ত হলো সূচি

জয় শাহ’র মেয়াদ বাড়ালো এশিয়ান ক্রিকেট কাউন্সিল 

জয় শাহ’র মেয়াদ বাড়ালো এশিয়ান ক্রিকেট কাউন্সিল 

দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা

দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা

পান্ত ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে : রোহিত শর্মা

পান্ত ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে : রোহিত শর্মা