বাংলাদেশ সফর থেকে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ রোক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০২২
বাংলাদেশ সফর থেকে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ রোক্স

ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্টন রোক্সকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লঙ্কার ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ মার্চ থেকে রোক্সের নিয়োগ কার্যকর করা হয়েছে। যদিও তার মাঠের কার্যক্রম পুরোদমে শুরু হবে বাংলাদেশ সফর দিয়ে।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রোক্স এক সময় নেদারল্যান্ডস পুরুষ দলের কোচ ছিলেন। এবার শ্রীলঙ্কা জাতীয় দল ও হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে নটিংহ্যামশায়ার কাউন্টির সহকারী ফিল্ডিং কোচ ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৪টি করে প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রোক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণকারী রোক্সের বয়স এখন ৪০ বছর।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের ফিল্ডিং বিভাগ সামলাবেন রোক্স।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে, ১৫ মে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২৩ মে। এর আগে ঢাকায় পৌঁছে সাভারের বিকেএসপিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, ডাক পেলেন নাঈম

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, ডাক পেলেন নাঈম

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে

‘শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ’

‘শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ’