শচীনপুত্র এখনও আইপিএলের জন্য যোগ্য নয়: শেন বন্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৩ জুন ২০২২
শচীনপুত্র এখনও আইপিএলের জন্য যোগ্য নয়: শেন বন্ড

অভিষেক হবে হবে করেও শেষ পর্যন্ত আরো একটি আইপিএলের পুরো মৌসুম সাইড বেঞ্চেই কাটিয়ে দিয়েছেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। আইপিএলের ১৫তম আসর শেষে মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচ শেন বন্ডের ভাষ্য, অর্জুন এখনও আইপিএলে খেলার মতো যোগ্য নন। এই কারণেই আইপিএলে তাকে আরও একবার মাঠের বাইরেই সময় কাটাতে হয়েছে।

আইপিএলে বহু বছর ধরেই মুম্বাই ইন্ডিয়ানসে ডেরায় অর্জুন টেন্ডুলকার নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। ২০২১ সালে আইপিএলের ১৪তম আসরে প্রথমবারের মতো নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে নিয়েছিল। এর আগে অবশ্য নেট বোলার হিসেবে দলটির সাথে ছিলেন।

নিজেদের নেট বোলারকে দলে ভেড়ানোয় সবার ভাবনা ছিল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে হয়তো আইপিএলে অর্জুনের অভিষেক হবে। কিন্তু সেই আশায় গুড়ে বালি, ১৪তম আসরের পুরোটা সময় সাইড বেঞ্চেই কাটিয়েছেন।

আইপিএলের ১৫তম আসরে মেগা নিলামের আগে তাকে দল থেকে ছেড়ে দিলেও শেষ পর্যন্ত ৩০ লাখ রুপির বিনিময়ে দলে সুযোগ পান। এবার মাঝে গুঞ্জন ছিল হয়তো অভিষেক হবে। কিন্তু এবারও সেই অভিষেক হলো না।

সবাই যখন প্রশ্ন তুলছেন কেন তার অভিষেক হলো না, সেই সময়ই মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং শেন বন্ড জানালেন, অর্জুনের এখনো আইপিএলে খেলার যোগ্যতা আসেনি। এর জন্য তাকে আরও কাজ করতে হবে বলেও জানান তিনি।

বন্ড বলেন, “তাকে (অর্জুন) আরও অনেক কাজ করতে হবে। মুম্বাইয়ের মতো দলের সুযোগ পেয়েছেন মানে আপনার মধ্যে কিছু আছে। কিন্তু একাদশে জায়গা পাওয়ার ব্যাপারটি পুরো ভিন্ন।”

অর্জুনকে কি নিয়ে কাজ করতে হবে সেই বিষয়টিও পরিষ্কার করে দিয়েছেন বন্ড। বলেন, “ উন্নতির জন্য সে অনেক কাজ করছে। ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে তাকে অনেক কাজ করতে হবে। আশা করি, সে উন্নতি করে দলে জায়গা করে নিতে পারবে।”

আইপিএলের ১৫তম আসর মুম্বাইয়ের জন্য মোটেও ভালো কাটেনি। টেবিলের তলানিতে থেকে শেষ করা মুম্বাই এবার তাদের স্কোয়াড থাকা ২৪জন ক্রিকেটারের মধ্যে ২১জনকে খেলিয়েছে। তবুও ভাগ্য খোলেনি শচীনপুত্রর।

আইপিএলের টানা দুই মৌসুমে দল পাওয়া শচীনপুত্র অবশ্য নিজ রাজ্য দল মুম্বাইয়েও নিয়মিত হতে পারেনি। এখন পর্যন্ত মাত্র দুইটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন। এই সময়ে মাত্র ২ উইকেট শিকার করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল মাতিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাথিরানা

আইপিএল মাতিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাথিরানা

মাঠ কর্মীদের জন্য বিসিসিআইয়ের সোয়া কোটি রুপি পুরষ্কার ঘোষণা

মাঠ কর্মীদের জন্য বিসিসিআইয়ের সোয়া কোটি রুপি পুরষ্কার ঘোষণা

গতির সাথে উমরানকে বোলিং বৈচিত্র্যও আনতে হবে: শামি

গতির সাথে উমরানকে বোলিং বৈচিত্র্যও আনতে হবে: শামি

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন