পিএসএলে মানসিক অবসাদে পড়েছিলেন জেসন রয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২২ জুন ২০২২
পিএসএলে মানসিক অবসাদে পড়েছিলেন জেসন রয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম থেকে ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। নিলামে দল পেলেও আইপিএল শুরুর আগে মানসিক অবসাদের কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জেসন রয়। ঘটনার মাস তিনেক পেরিয়ে যাওয়ার পর জেসন রয় মুখ খুলেছেন। জানিয়েছেন, পিএসএলে মানসিক অবসাদে পড়েছিলেন তিনি।

আইপিএলের আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে দারুণ ছন্দে ছিলেন জেসন রয়। মাঠে দারুণ ছন্দ থাকলেও মানসিকভাবে ছিলেন অবসাদগ্রস্ত। এই কারণেই পরিবারের সাথে সময় কাটানোর জন্য আইপিএলকে না বলেছিলেন জেসন রয়।

বলেন, “পিএসএলে আমার মানসিক অবস্থা ভালো ছিল না। আমি খুবই বিরক্তিকর জায়গায় ছিল। ভালো ক্রিকেট খেললেও উপভোগ করতেছিলাম না। এটা আমার জন্য অন্ধকার সময়ের মতো।”

এই মানসিক অবসাদ থেকে বেশ দ্রুতই বের হয়ে আসতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। আইপিএলের সময়টা পরিবারের সাথে কাটিয়ে নিজেকে নতুন করে তৈরি করতে পেরেছিলেন।

বলেন, “দুই মাস পরিবারের সাথে কাটিয়ে স্বাভাবিক হতে পেরেছি। শেষ দুই বছর কঠিন সময় কাটিয়েছিলাম। টানা বায়ো-বাবলে পরিবার থেকে দূরে থাকাটা কঠিন ব্যাপার।”

পরিবারের সাথে ছুটি কাটানোর সময়ই জেসন রয়কে অজানা এক কারণে নিষিদ্ধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে ইংলিশ স্কোয়াডে ফিরেছেন। ডাচদের বিপক্ষে ফেরাটা দারুণ না হলেও দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন জেসন রয়।

পরিবারের সাথে ছুটি কাটানোর সময়ে কাউন্টি দল সারে ও আইপিএলকে মিস করেছিলেন বলেও জানান জেসন রয়। বলেন, “আমি আইপিএলকে মিস করেছিলাম। তার চেয়ে বেশি মিস করেছিলাম সারেকে। এই দলের হয়ে খেলা প্রত্যেকটা মুহূর্তকেই আমি উপভোগ করি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

শচীনপুত্র এখনও আইপিএলের জন্য যোগ্য নয়: শেন বন্ড

শচীনপুত্র এখনও আইপিএলের জন্য যোগ্য নয়: শেন বন্ড

বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের ভাঙার ছড়াছড়ি

বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের ভাঙার ছড়াছড়ি