ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ জুন ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে  দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করবেন ব্যাটার ডেভিড মিলার। নিয়মিত অধিনায়ক টেমবা বাভুমার অনুপস্থিতিতে মিলারকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দিয়েছে ক্রিকেট দক্ষিন আফ্রিকা।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক টেমবা বাভুমা। ইনজুরি থেকে সেরে উঠতে না পারা ইংল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের দল থেকেই ছিটকে গেছেন তিনি।

বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের ১৯ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর ইংল্যান্ড সফর করবে দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের বিপক্ষে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি, টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে দুইটি টি-টোয়েন্টি ম্যাচেও মাঠা নামার কথা রয়েছে মিলার-রাবাদাদের।

ইংল্যান্ড সফরের জন্য আজ তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক বাভুমা না থাকায় সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে স্পিনার কেশব মহারাজ ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন  ডেভিড মিলার।

এছাড়া টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২১ বছর বয়সী পেসার জেরার্ল্ড কোয়েটজে। এছাড়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরছেন রাইলি রুশো। ওয়ানডে সিরিজে পেসার কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৯ জুলাই চেস্টার লি-স্ট্রিটে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুই ওয়ানডে ২২ ও ২৩ জুলাই ম্যানচেস্টার ও লিডসে  অনুষ্ঠিত হবে।

২৭ জুলাই ব্রিস্টলে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। ২৮ ও ৩০ জুলাই কার্ডিফ ও সাউদাম্পটনে সিরিজের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি।

সাদা বলের লড়াই শেষে ১৭ আগস্ট শুরু হবে লাল বলের লড়াই। লর্ডসে প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ২৫ আগস্ট ও আট আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার ও ওভালে।


শেয়ার করুন :


আরও পড়ুন

গাভাস্কারের অভিযোগ, ভুল থেকে শিখছেন না পান্থ 

গাভাস্কারের অভিযোগ, ভুল থেকে শিখছেন না পান্থ 

ফিক্সিং কাণ্ডে সাবেক প্রোটিয়া ক্রিকেটার পুমেলেলার কারাদণ্ড

ফিক্সিং কাণ্ডে সাবেক প্রোটিয়া ক্রিকেটার পুমেলেলার কারাদণ্ড

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

ক্রিকেট থেকে ৯ মাসের নিষেধাজ্ঞায় জুবায়ের হামজা

ক্রিকেট থেকে ৯ মাসের নিষেধাজ্ঞায় জুবায়ের হামজা