বর্ণবাদের অভিযোগে স্কটিশ ক্রিকেট বোর্ডের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৪ জুলাই ২০২২
বর্ণবাদের অভিযোগে স্কটিশ ক্রিকেট বোর্ডের পদত্যাগ

২০২১ ইয়র্কশায়ার ক্লাবে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার বিষয়টি সবার সামনে ফাঁস করে রফিক আজিম ইংল্যান্ডজুড়ে উত্তাপ তৈরি করেছিলেন। সেই সময় ইংল্যান্ডের পাশের দেশ স্কটল্যান্ডের ক্রিকেটে আলোচনা তৈরি করেছিলেন দেশটির সর্বোচ্চ উইকেট শিকারী মাজিদ হক। তার অভিযোগও ছিল ওই বর্ণবাদকে ঘিরে। দীর্ঘ এক বছর তদন্তের পর প্রতিবেদন প্রকাশ হতে আরো একদিন অপেক্ষা করতে হবে। প্রতিবেদন প্রকাশের আগেই জানা গেছে স্কটিশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধ আনীত অভিযোগ সত্য। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যরা।

শনিবার (২৩ জুলাই) পদত্যাগের সিদ্ধান্ত নেন স্কটিশ ক্রিকেট বোর্ডের সদস্যরা। কারণ হিসেবে উল্লেখ করেছেন তদন্ত প্রতিবেদনে প্রকাশিত হওয়া ঘটনার সঠিক বিচার হোক, সেটা তারা চান। এছাড়াও বর্ণবাদ প্রতিরোধে সকল পদক্ষেপ নেওয়া যাতে সহজ হয়, সেটাও তাদের চাওয়া।

২০২১ সালে রফিক আজিমের পর বর্ণবাদের অভিযোগ নিয়ে মুখ খোলেন মাজিদ হক। সেই সময় তিনি জানিয়েছিলেন, স্কটল্যান্ডে প্রাতিষ্ঠানিকভাবে বর্ণাবাদী আচরণ হয়। তার সেই অভিযোগের সাথে সহমত প্রকাশ করেন দেশটির আরেক ক্রিকেটার কাসিম শেখ।

সাবেক দুই ক্রিকেটারের অভিযোগের পর তদন্ত শুরু করে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘ এক বছর তদন্তের পর এখন অপেক্ষা শুধু প্রতিবেদন প্রকাশের। সেই প্রতিবেদন প্রকাশ হবে সোমবার (২৪ জুলাই)।

তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হলেও জানা গেছে, বোর্ডের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই বোর্ডের সদস্যরা তড়িঘড়ি করেই পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট স্কটল্যান্ড।

পদত্যাগের পর দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, স্পোর্ট স্কটল্যান্ডের সাথে তারা কাজ করবেন কিভাবে বর্ণবাদ শূন্যের কোটায় নামিয়ে আনা যায়। এছাড়াও তদন্ত প্রতিবেদনে খুঁজে পাওয়া সকল সমস্যার সমাধানে বোর্ড যেন কাজ করতে পারে, তাই তারা পদত্যাগ করেছেন।

বর্ণবাদের এই বিষয়টি শুধু স্কটল্যান্ড ক্রিকেট নয়, বরং পুরো স্কটল্যান্ডের পুরো ক্রীড়াজগতকেই কলুষিত করেছে বলেও মনে করেন তারা। তাই নিজেদেরকে সরিয়ে নেওয়াই যোগ্য মনে করেছেন তারা। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘সরাসরি’ খেলবে বাংলাদেশ : আইসিসি

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘সরাসরি’ খেলবে বাংলাদেশ : আইসিসি

১২ বছরের বালিকার হাতে স্কটল্যান্ডের জার্সির ডিজাইন

১২ বছরের বালিকার হাতে স্কটল্যান্ডের জার্সির ডিজাইন

স্কটিশদের নতুন অধিনায়ক রিচি বেরিংটন

স্কটিশদের নতুন অধিনায়ক রিচি বেরিংটন

স্কটল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন কাইল কোয়েৎজার

স্কটল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন কাইল কোয়েৎজার