বেটিং কোম্পানির সাথে চুক্তি করে চাকরি হারালেন জনসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৬ আগস্ট ২০২২
বেটিং কোম্পানির সাথে চুক্তি করে চাকরি হারালেন জনসন

বেটিং কোম্পানির সাথে চুক্তি করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। ফলে ধারাভাষ্যের চাকরি হারিয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যে থাকবেন না তিনি।

‘বেট নেশন’ নামে একটি বেটিং কোম্পানির সাথে চুক্তি করেছেন জনসন। ফলে তাকে এবিসি রেডিওর চুক্তি থেকে বাদ দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছেন, বেটিং কোম্পানির সাথে সংশ্লিষ্টতা থাকা যাবে না।

অস্ট্রেলিয়ায় বেটিং বৈধ। এবিসি রেডিও ‘নৈতিকতা’-র উপর ভিত্তি করে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এবিসি রেডিও অর্থায়নে রয়েছে অস্ট্রেলিয়ান সরকার। তবুও বেটিংয়ের ব্যাপারে বেশ কঠোর অবস্থানে রয়েছে এবিসি রেডিও।

এবিসি রেডিওর এই নিয়ম কোনোভাবেই মানতে পারছেন না মিচেল জনসন। এই বিষয়ে তিনি বলেন, “এ নিয়মের মধ্যে বেশ বড়সড় ভণ্ডামি আছে। আমি বুঝতে পারছি না। তাদের হয়ে ধারাভাষ্য দিতে গেলে কী বলা যাবে আর কী বলা যাবে না, সেটিও ভাবাচ্ছে আমাকে।”

তিনি আরো বলেন, “আমি আসলে আকাশ থেকে পড়েছি…তাদের নৈতিকতা নির্ধারণের যে মাপকাঠি, আমাদেরও কি তাহলে এটির সঙ্গে সমন্বয় করে চলতে হবে? আমার আসলে কিছু করার নেই। এটিই নিয়ম এবং আমার মনে হয় না তাদের সঙ্গে কাজ করব।”

এর আগে বেটিং সংশ্লিষ্ট একটি কোম্পানির সাথে চুক্তির পর বেশ বিতর্কে পড়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবির নীতি অনুযায়ী বেটিং প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা বেআইনি। এছাড়াও বাংলাদেশের আইনে বেটিং বা জুয়া অবৈধ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় জয় খরা কাটাতে নিউজিল্যান্ড দলে বোল্ট-উইলিয়ামসন

অস্ট্রেলিয়ায় জয় খরা কাটাতে নিউজিল্যান্ড দলে বোল্ট-উইলিয়ামসন

পাপুয়া নিউগিনি-ভানুয়াতুর ক্রিকেট উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

পাপুয়া নিউগিনি-ভানুয়াতুর ক্রিকেট উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

৯ বছর পর বিগব্যাশে ওয়ার্নার

৯ বছর পর বিগব্যাশে ওয়ার্নার

২০৩২ ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট চায় অস্ট্রেলিয়া

২০৩২ ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট চায় অস্ট্রেলিয়া