জ্যামাইকা পৌঁছেছেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ১৯ জুলাই ২০১৮
জ্যামাইকা পৌঁছেছেন মাশরাফি

ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছেন গত মঙ্গলবার (১৭ জুলাই)। তার এ সফর নিয়ে ছিল নানা আশঙ্কা। তবে সকল শঙ্কা দূর করে গত দুইদিনের অধিকাংশ সময় বিমানযাত্রায় কাটিয়ে অবশেষে ক্যারিবীয় দীপপুঞ্জ জ্যামাইকায় পৌঁছেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ থেকে জ্যামাইকায় যাওয়ার সরাসরি বিমান না থাকায় তাকে যেতে হয়েছে ভেঙে ভেঙে। মাশরাফির বিমান সফরটা ছিল বেশ দীর্ঘ। ঢাকা থেকে দুবাই। এরপর ইতালির মিলান। সেখান থেকে গেলেন নিউইয়র্ক। নিউইয়র্ক থেকে জ্যামাইকা।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর ৬টায় জ্যামাইকায় পৌঁছেছেন মাশরাফি। সেখানে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

মাশরাফি যখন জ্যামাইকায় পৌঁছেছেন, তখন স্থানীয় সময় রাত। সকাল হলেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটি খেলবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এদিকে দলের সঙ্গে যোগ দিলেন এ প্রস্তুতি ম্যাচে খেলবেন না দলে অধিনায়ক মাশরাফি। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ক্লান্তি দূর করতে তিনি আপাতত বিশ্রামেই থাকবেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই শেষ বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই শেষ বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ নেওয়াজ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ নেওয়াজ